শহীদুল ইসলাম প্রামানিক
আমতলী, জামতলী, বেলতলীর মেলাতে
চিরে চেপ্টা হলাম আমি ঠেলাঠেলির ঠেলাতে।
খাজা-গজা, দই-বাতাসা, মুড়ি-মুড়কি কত কি
সাথে খেলাম রস-রসালি গরম গরম জিলাপী
চুড়ি-বালা, মালা-মাকরী, মাথার ফিতা, পয়ের মল
কিনতে গিয়ে নাস্তানাবুদ সেথা দেখি নারীর ঢল।
আদা-রসুন, পিয়াজ-মরিচ এসব কিছু নাই যে আর
তরমুজ-বাঙি, ফল-ফলাদির আছে অনেক সমাহার।
কোদাল-কুড়াল, ছুরি-কাঁচি, দা-বটি কিনতে ভাই
পকেটেতে চেয়ে দেখি পয়সা পাতি কিছুই নাই।
পকেট মারে পকেট কেটে নিয়ে গেছে টাকা সব
খালি পকেট চেয়ে চেয়ে মিছেই করছি কলরব।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৫