শহীদুল ইসলাম প্রামানিক
লালে লালে লাল হলোরে কি সুন্দর ঐ শিমুল ডাল
মনের মাঝে রঙ লেগেছে-- এলো কি বসন্তকাল
ফাগুন মাসে আগুন ঝরা হাওয়া বয়ে যায়
তরু লতায় লাগে দোলা-- রাখেল ফিরে চায়
বাঁশি হাতে যায়রে রাখাল সঙ্গে গরুর পাল
মনের মাঝে রঙ লেগেছে -----
উদাসী ওই বাঁশির সুরে লাগে ব্যথা মনে
করুণ সুরের মুর্ছনাতে যাই গো চলে বনে
পাগলিনী হয়ে বুঝি ভেঙে যায় কপাল
মনের মাঝে রঙ লেগেছে ----
খোলা আকাশ খোলা বাতাস যায় না থাকা বাটে
আরো মনে খারাপ লাগে গেলে নদীর ঘাটে
রাখালীয়ার বাঁশীর সুরে হয় গো মন মাতাল
মনের মাঝে রঙ লেগেছে ----
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫