প্রায় প্রতিদিন না হলেও মাঝে মাঝেই সকালে অফিসের জন্য রেডি হতে হতে একটু একটু দেখা হয় মাঝরাঙা টিভির 'রাঙা সকাল'-অনুষ্ঠানটি। ..
আজও হঠাৎ চ্যানেল ঘুরাতেই দেখি..একি ..এ যে আমার খুব কাছ থেকে দেখা একজন, সামুর প্রাণ -জানা।
কিছুটা নষ্টালজিয়া কাজ করলো। খুব একটা লেখা হয়না সামুতে এখন আর কিন্তু ব্লগের হাতেখড়ি কোথায় কেউ জিজ্ঞেস করলেই বলতে হয় , বলতে হবে --এই সামহয়্যার। সে সেই শুরুর দিকে ...শুরু করেছিলাম ২০০৬ সালের মে মাসে, সামহ্যয়ারের জন্মে মাস পাঁচেক পরেই।
অনেক আড্ডায় গিয়েছি, জানার মিষ্টি বচন শুনেছি। খুব ভালো লাগল, রাঙা সকালের এই বড়সড় সোফাটিতে রোজ কত প্রিয় মুখ দেখি, সেখানে বাংলা ব্লগের প্রথম উদ্যেক্তা জানাকে দেখে যেন তাই আরও বেশি একটা আনন্দ লাগল।
একজন চেনা মুখ একটা চেনা উচ্চাসনে যখন দৃষ্টির সামনে উপবেষ্টিত তখন প্রাণে আলাদা একটা সুর ঢেউ খেলে...আমারও খেলল।
..মনে পড়ল একটা পিকনিকে জানাকে পাঞ্জা লড়াইয়ে হারিয়ে প্রথম হয়েছিলাম....
আসলে যেখানেই লিখি না কেনো অনলাইনে সামহয়্যার সূতিকাগার। জানার প্রানবন্ত ইন্টারভিউ দেখতে দেখতে মনে হচ্ছিল.....সত্যিই সামহয়্যারকে এখনও ভালবাসি এবং সে ভালবাসার মাত্রা আগের চেয়ে কিন্তু কম নয়--কেবল প্রকাশের সময়টা দেয়না নিষ্ঠূর জীবন পথ।
http://mamunma.blogspot.com