কবি ফরহাদ মাযহার কে যারা চেনেন বা দেখেছেন তারা অবশ্যই জানেন উনি সদা লুঙ্গি নামক নিম্নাঙ্গ আচ্ছাদক কাপড় পড়েন , কোন প্যান্ট বা ট্রাউজার উনি পড়েন না।
২ রা অক্টোবর মানে কাল সন্ধ্যায় ঢাকাস্থা এক প্রখ্যাত ক্লাবে ( ঢাকা ক্লাবে) এক জন্মদিনের অনুষ্ঠানে উনি নিমন্ত্রিত অতিথি হিসেবে ঢোকার সময় ড্রেস কোড এ লুঙ্গি না থাকায় তাকে ঢুকতে বাঁধা দেয়া হয়। পরে ভেতর থেকে একজন কর্তা ব্যক্তি এসে তর্ক জুড়ে দেন...
( এন টিভির নিউজে তর্ক শুনে মজা লেগেছে)
তর্কের এক পর্যায়ে মজলুম জননেতা মাওলানী ভাসানীর কথা উল্লেখ করে ফরহাদ সাহেব বলেন, আজ তিনি থাকলেও তো ঢুকতে পারতেন না।
সুন্দর যুক্তিযুক্ত কথা তিনি আরো বলেন , স্বাধীনতা এনেছেন কি এই জন্য?
পরে অনেক তর্কের শেষে যদিও বিশেষ বিবেচনায় তাকে ঢুকতে বলা হয়, তিনি অপমানের জন্য এবংএই লুঙ্গি বিহীন ড্রেস কোড না পরির্বতনের জন্য ঢুকেন নি আর।
এই হলো পোষাকীয় সভ্যতার রূপ?
শেখ সাদির এক গল্প আছে , জানেন তো নিশ্চয় সবাই।