যোসেফ, মনে পড়ে সেই রাত্রির উৎসব ? যখন
আইভরি কোস্টের গোত্রপতি ‘রাজা সেনি’র নামে, তোমার মাথায়
পরিয়ে দিলো সোনার মুকুট ?
ষ্পষ্ট মনে পড়ছে, সেই পুণর্মিলনীর রাত__
লাল হতে হতে স্বর্ণোজ্জ্বল হয়ে উঠেছিলো তোমার পূর্বপুরুষের পিতৃভূমি
গ্যাবনের আকাশ থেকে ছড়িয়ে পড়া সেই আলো__ বিস্তারিত
গোটা আফ্রিকার আকাশে আকাশে , অদ্ভূত ইঙ্গিতময়তায় !
বিনা মন্ত্রণায়, জন্মমাত্র তুমি জেনে গিয়েছিলে, মাইকেল,
শিল্পের কোনও মাতৃভূমি নেই; শিল্পীর কোনও মাতৃভূমি
থাকতে পারে না__ সুন্দর শাশ্বত আর চিরন্তন, গোলাপ
সারা পৃথিবীর জন্য কেবলই গোলাপ; আর কোনও পরিচয়
থাকতে নেই তার ।
শিকাগোর এক স্বল্পালোকিত অঞ্চল ইন্ডিয়ানা__ আর
তারও অভ্যন্তরে নিশ্চুপ ঘুমন্ত সেই পৃথিবী__ গ্যারি, তোমাকে
ডেকে নিয়েছিলো যন্ত্রণার এই অতল সমুদ্রে__ যার নাম জীবন;
জন্মমাত্রই তুমি জেনে গিয়েছিলে , বিপর্যস্ত এক অনিরাপদ পৃথিবীর কথা,
যেখানে শিশুরাই বিপন্ন ; দারিদ্র , ক্ষুধা , যুদ্ধ আর জীবাণু
অপ্রতিরোধ্য শিশুদেরই প্রতিপক্ষে
পিতৃপুরুষের যাযাবর জীবন, গ্যারির অগণিত শ্রমিকের হাহাকার, তোমার
বিপন্ন জননী ক্যাথারিনের চাপা কান্নার অশ্রুত সুর আর নিজের সেই
ব্যহত শৈশব ... স্থির করে দিয়েছিলো তোমার মুক্তাদানা স্বর, তোমার
কণ্ঠের স্বরগাম__ জীবতকালের ত্রিখন্ডে , যাকে আমরা শনাক্ত করেছি আজ
নানাভাবে, নানা ব্যঞ্জনায় ;
সেইসব বিপন্ন-বিস্ময়, আশৈশব__ ভাবিয়েছে, দেয়ালের ওইপারে, অন্ধকারে কেউ ...
ভাবনার ঢেউ থেকে বেড়ে ওঠা তোমার জীবন,
দিনে দিনে জলোচ্ছ্বাস হয়ে উঠেছিলো;
এশিয়ায়, আফ্রিকায়, আমরা জেনেছি__ মানুষ বাদামী কিংবা কালো__
তুমি সেই ভাবনার আলো, নিজের দেহের ত্বকে জ্বেলে, জেনেছিলে,
অসুখে পাল্টাতে পারে রঙ; অতএব__ মানুষ রঙের নয়; রঙ শুধু
মানুষের দাস হতে পারে।
তোমার সুরে ও স্বরে, নৃত্যে , ভঙ্গিমায় ... যন্ত্রণার অযুত অর্কেস্ট্রা
বেজে উঠেছিলো__ সবুজের, পৃথিবীর শিশুদের, মানুষের নামে;
এতো যুদ্ধ, মহামারী, দারিদ্রের এতো অভিশাপ বইতে পারে না লোকে,
সইতে পারে না কোনও সচেতন প্রাণ__ তাই তুমি নেচে উঠেছিলে
প্রলয়-নৃত্যের প্রায়__ অভিনব প্রতিবাদ হয়ে, তোমার সুরের স্বরগ্রাম
গগণবিদারী হয়ে বেজে উঠেছিলো__ পৃথিবীর আকাশে আকাশে__
প্রচ্ছদে গ্যাবন আর শিকাগোর গ্যারি থেকে নেভারল্যান্ডের সেই মৃন্ময় আকাশ
শতাব্দী শতাব্দীব্যাপী এই এক অক্ষয় ভ্রমণ__
জ্যাকসন, তুমি ঠিক জেনে গিয়েছিলে, শিল্পের মাতৃভূমি নেই,
শিল্পীর সুনির্দিষ্ট ভূ-খন্ড থাকে না, থাকতে নেই;
তাই দ্যাখো, আমাদেও অভিন্ন শৈশব__ হাত ধরাধরি করে কীরকম হাঁটে !
এশিয়ায়, আফ্রিকায়, লাতিনের বিজন বন্ধুর পথে পথে ...
যোসেফ জ্যাকসন, তুমি কবি, আমাদেরই বন্ধু ছিলে__
তোমার বাদামী ত্বকে পৃথিবীর পাপের জীবাণু মেখে গিয়েছিলো;
তাকে তুমি শুধরে নিয়ে প্রমাণ করেছো , বর্ণ কোনও
মানুষের চিরন্তন অধিকার নয়;
তোমার হৃদয় ছিলো শিল্পের অপত্য-বাগান, যাকে শিশুর সারল্যে
চেনা যায়__ শিল্পমাত্র পাগলামি, শিল্পীমাত্র শিশু ;
তাই তুমি যিশুর মতন ক্রশবিদ্ধ হতে গিয়েছিলে, সামাজিক
বিবেচনা, প্রাত্যহিক আইনের ফুল্ল-আদালতে__
শিল্প কোনও প্রাত্যহিক বিবেচনা নয়, সামাজিক মূল্যবোধ নয়__
এইটুকু সত্য জেনে, ঘুমের অতলে চলে যাওয়া__ এই অভিমান
তোমাকে মানায়; অনেক সত্যের আর সুন্দরের , কদর্যেরও কেন্দ্রভূমি
দেখেছিলে তুমি; চাঁদও তাই তোমার পায়ের নিচে কাঁপে ...
জ্যাকসন, নেভারল্যান্ড থেকে গ্যাবন,মিশর ছুঁয়ে
ছড়িয়ে পড়েছো তুমি পৃথিবীর সমস্ত আকাশে__
শাদা নয়, কালো নয়, পৃথিবী গ্লোবাল হয়ে আসে;
তোমার অজস্র সুর সভঙ্গ নৃত্যের তালে বেজে যাচ্ছে
স্রোতের কল্লোলে, মেঘে, দেশে-দেশে, প্রান্তরে-বিভূঁয়ে
ম্লান বনভূমি আর মৃতপ্রায় সবুজের পোড়া ত্বকে, ঘাসে ...
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৪৮