আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক । কিন্তু একজন মানুষ । আজ প্রায় মাস খানেকের মত হবে তনুকে চিনলাম ।
তনু তো আমার কেউ না । তার নাম আগে কখনো শুনি নাই । না আছে কোন রক্তের সম্পর্ক । তনুর সাথে ঘটে যাওয়া নির্মম
ঘটনা থেকে আমি সহ আরও লক্ষ লক্ষ মানুষের কাছে সে এখন খুব পরিচিত । প্রথম প্রথম তো অনেক কিছুই শুনতে পেয়েছিলাম ।
তনু হত্যার বিচার চাই , ধর্ষণকারীর শাস্তি চাই মৃত্যুদণ্ড ইত্যাদি ইত্যাদি । কিন্তু আজ আমাদের অনেকেই ভুলে গেছি, তনু কে ছিল ?
এর কারণ হচ্ছে , তনু তো আমাদের কেউ না । আসলেই ঠিক ; তনু আমাদের কেউ না । কিন্তু আমাদের মা, বোন এর সাথে যদি
এমনটা হয় তখন কি ভুলতে পারব? না; পারব না । কারণ নিজের শরীর থেকে রক্ত না ঝরলে বোঝা যায় না রক্ত ঝরার কষ্ট ।
মূল প্রসঙ্গে আসি, আমাদের আইন, আমদের সরকার যদি চায় তাহলে ধর্ষণ তো দূরের কথা; কোন চোর একজোড়া জুতা পর্যন্ত চুরি করতে পারবে না । কিন্তু আমাদের এই সৌভাগ্য কই যে আমরা একটি অপরাধমুক্ত দেশের নাগরিক হিসেবে পরিচয় দেব! এই দোষ কার? দেশের এত আইন শৃঙ্খলা বাহিনী, এত নেতা, মন্ত্রী, মিনিস্টার থাকতে কেন এই খুন, ধর্ষণ, ছিনতাই , রাহাজানি হবে? মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিশেষভাবে নিবেদন এইসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় এবং উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন ।এই দেশের মানুষ শান্তিমত বাঁচতে চায় । দেশের অনেক মানুষ আছে যারা বিনা অপরাধে সাজা পায় । কিন্তু আসল অপরাধীরা বুক ফুলিয়ে রাস্তায় হাঁটে, তাদের পরের অপরাধ করার জন্য । দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি এটা সরকারের ব্যর্থতা । মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশে বলছি আজ থেকেই এই অন্যায়, অপরাধের বিরুদ্ধে কার্যক্রম শুরু হোক .।.।.।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৩