আগের দিনের সিনেমার নায়ক নায়িকাদের মত রেলস্টেশনে ট্রেনের অপেক্ষায় পাশাপাশি বসে আছি আমি আর শতদল । ঠিক এই মুহূর্তে এসে আমার মনে হচ্ছে সময় থেমে আছে। ঘড়ির কাটা ৫ টা ১৫ তে আছে অনেকক্ষণ থেকে।
সন্ধ্যা ঘনিয়ে আসছে । শীতের সময় বলে স্টেশনে তেমন কেউ নেই । তাছাড়া গ্রামের স্টেশন গুলুতে রাতের বেলায় এমনিতেই মানুষজন তেমন আসা যাওয়া করে না। বুঝতে পারছি না হটাত তার সাথে কেমন করে দেখা হয়ে গেল।
-“ওইদিকে হাঁটতে যাবে? তুমি না পাহাড় ভালোবাসো!” উত্তরে পাহাড়ের দিকে আঙ্গুল দেখিয়ে শত বলে উঠল
-"সন্ধ্যা হয়ে এলো । যদি এর মধ্যে ট্রেন চলে আসে ? "
-"আসবে না"
-"তুমি কি করে জানো ?"
শতু আমার প্রশ্নের উত্তর দেয় না। আমি চেয়ে থাকি তার দিকে। অপলক দৃষ্টিতে। আমার চোখের সীমানায় গত ৩ বছর থেকে শুধু শতদল। তার হাসি, নিরব থাকা, দুষ্টুমি, গান এসব ছাড়া আমার জগতে আর কিছু নেই। অনেক দিন থেকে শতু আমার অস্তিত্ব দখল করে আছে।
-"আমি চাই আজ আর ট্রেন আসুক না।"
-"কেন পাগলী ? "
-"তাহলে তোমাকে কিছু সময় পাওয়া যাবে কাছে।"
হা হা করে হাসে শতদল। বুকটা আমার কেঁপে ওঠে। ভয়ে, আতঙ্কে না শঙ্কায় তা আমি বুঝতে পারি না।
-"প্লিজ এরকম হেসো না,প্লিজ............"
-“কেন, ভয় পাচ্ছ ?”শতদল বলে উঠে।
সে আমার কাছে আসে। খুব কাছে। আমাকে হাত দুটি ধরে রাখে আর মাথাটা তার কাঁধে শুইয়ে দেয় আলতো করে। আমার মনে হল বাকি জীবনটা যদি ঠিক এই ভাবে তার কাঁধে রাখিয়ে কাটাতে পারতাম! শত কি জানে আমার বিয়ে ঠিক হয়ে গেছে? নিশ্চয়ই জানে না। জানলে আমার এত কাছে আসত না। না জানুক। তাতে কি আসে যায়। আমি বিয়ে করব না। শতকে বললে সে কি আমায় বিয়ে করবে ?
-“আমাকে তুমি অনেক ভালবাস, তাই না শতু?”
-“পাগলী, তোমার কি মনে কোন সন্দেহ আছে?”
শতু আমাকে কতটুকু ভালবাসে তা আমি বেশ জানি। পাগলের মত আমার জন্য সে কাঁদত যদি আমি রাগ করে কথা না বলে থাকতাম । তার চোখের জল আমাকে আরও পাগল করে তুলত। আমি মরে যেতাম খুশিতে না ভয়ে তা বুঝতাম না ।
-“আমাকে বিয়ে কর শতু। তোমাকে ছাড়া আমার চলতে অনেক কষ্ট হয়,বিশ্বাস করো। পৃথিবীতে তুমিই একমাত্র একজন যার সাথে থাকলে আমি সবকিছু ভুলে যাই। তুমি কেন আমার সাথে এমন কর ? কেন তুমি হারিয়ে যাও ?”
-“যাতে তুমি আমাকে খোঁজে বের কর সেজন্য আমি হারিয়ে যাই হি হি হি ”
-শতদল, you will never be able to see how I feel about you, never. একটা গান শুনাও শতু। অনেকদিন হয় তোমার গাওয়া গান শুনি না ।
শতু গান ধরে.........
দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি ।
তাই চমকিত মন, চকিত শ্রবণ, তৃষিত আকুল আঁখি ।।
চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই, সদা মনে হয় যদি দেখা পাই–
‘কে আসিছে’ বলে চমকিয়ে চাই কাননে ডাকিলে পাখি ।।
আমার ঘুম পায় । মনে হয় অন্য একটা জগতে চলে গেছি যে জগত থেকে আর ফিরে আসা যাবে না।
****************
হটাত মনে হল আমার গলা শুকিয়ে যাচ্ছে । দম বন্ধ হয়ে আসছে । অনেক কষ্টে চোখ মেললাম । চেয়ে দেখি আমার বিছানায় শুয়ে আছি। শতদল মারা যায় ট্রেন এক্সিডেন্টে ৯ মাস ২ দিন হয়। আমি আবার ঘুমানোর চেষ্টা করি এই আশায় যাতে অন্তত স্বপ্নে যাতে তার দেখা পাই ।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭