অনুর চোখ মুছে দিয়ে অনিক বলল,
--পাগলী কি ভেবেছিলে? আমি চলে গেছি?
--মুখ তুলে তাকায় অনু? আমি আর তোমার নেই অনিক।
--তাহলে কার? তুমি আমার ছাড়া আর কারোও না।
--আমি তো ছলনা করি। তুমিই না বলেছিলে?
--তখন তো আমি রেগে ছিলাম। তুমি কেন ঐ ছেলেকে সাথে নিয়ে ঘুরলে? আমি সব কিছু শেয়ার করতে পারি। তোমাকে না।
--তাহলে উল্টা পাল্টা কথা বল কেন?
--আমি যেমন কোন মেয়ের সাথে থাকলে তোমার ভাল লাগে না, তেমনি তুমিও কোন ছেলের সাথে থাকলে আমার ভাল লাগে না। সহ্য হয় না।
--আমি কাঁদছিলাম তখন কি করেছিলে?
--তোমার সাথে ঝগড়া করে চলে যাওয়ার পরে আমি ওই গাছটার পেছনে দাড়িয়ে ছিলাম। দেখছিলাম তুমি কি কর?
--অনিক আমি তোমার।
--আমি জানি। তুমি কাদছিলে দেখে চলে এসেছি আড়াল থেকে। তোমার চোখের জল আমি সইতে পারিনা।
--আমাকে একা ফেলে গেলে কেন?
--যাইনি তো দেখছিলাম কি কর?
--কি দেখলে?
--তুমি যাওনি। দাড়িয়ে দাড়িয়ে কাঁদছিলে।
--আর?
--আর কিছু না।
--আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি জাননা। বা আমি বুঝাতে পারিনা।
--অনু, তোমাকে ছেড়ে আমি যাব না কোন দিন। কিন্তু তোমাকেও আমার পাশে থাকতে হবে। সারা জীবন থাকতে হবে। পারবে?
অনু মাথা নাড়ায়।
--অনু মনে আছে, নিউ মার্কেটের সামনে বসে তুমি একবার আমার সাথে রাগ করে রিকশা নিয়ে চলে গিয়েছিলে। আমি মন খারাপ করে চলে এসেছিলাম। সেই দিন আমি আর পেছন ফিরে তাকাইনি। তোমার ফোনও ধরিনি। রাস্তা পার হয়ে গেলাম। তুমি যে রিকশা থেকে নেমে আমার পেছন পেছন রাস্তা পার হবে সেটা ভাবিনি। পরে তোমার এসএমএস পেয়েছিলাম, লেখা ছিল রাস্তা পার হয়ে কোথায় হারালে? আমি ইস্টার্ন মল্লিকার সামনে। তখন বুঝেছিলাম তুমি আমাকে একা ফেলে যাওনি। আবার ফিরে এসেছিলে। আমি ফোন ধরলে হয়তো সেদিন আবার দেখা হত। পরে যখন জানলাম তুমি অনেক খুজেছিলে, আমার খুব খারাপ লেগেছিল।
--হু মনে আছে।
--ওই দিন আমি বুঝেছি, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না।
একটা কথা অনু, আমার বাহিরটা দিয়ে বিবেচনা করবে না আমাকে, যেদিন তোমার জন্য আমার ভেতরটা বদলাবে, সেদিন তুমি আমাকে ছেড়ে যেও, তার আগে না।
অনুর হাত ধরে অনিক।
অনেকটা পথ পারি দিতে হবে সামনে। এই হাত ছেড়ো না কোন দিন।
অনুর হাতের প্রতিটা আঙ্গুলের মাঝে অনিকের আঙ্গুল।
শক্ত করে ধরে আছে ২ জনই।
অনু আর অনিকের সম্পর্কটা এভাবেই আগাচ্ছে। ভালবাসে ২ জন ২ জনকে অনেক। কিন্তু খুনসুটি লাগে মাঝে মাঝে। ভালবাসায় এরকম একটু হয়। আসলে সব কিছু মিলিয়েই ভালবাসা। যাদের ভালবাসার মাঝে বিশ্বাস বেশি, তাদের ভালবাসা টিকে থাকে। যাদের মাঝে কম, তাদেরটাই ভাঙে।
(পরের অংশ আসতে পারে আবার নাও আসতে পারে)
লেখা: ০৭ ডিসেম্বর ২০১৬