জি হ্যা ব্লগার ভাই ও বোনেরা আমরা বোধ হয় এখন স্বস্তিতে নেই আমাদের ব্লগিয় কার্যক্রম নিয়ে । “বোধহয়” শব্দটি ব্যাবহার করতেই হল কেননা আমি সামুতে আজকে পাচ মাস যাবত ব্লগিং করি এর আগের পোস্টের মান বা ব্লগারের মান কেমন ছিল তা সম্পর্কে আমার তেমন কোন সম্যক ধারনা নেই ।
তবে ইতি মধ্যে যেই বিশয়গুলি সবার নজরে এসেছে প্রবীণ এবং নবীন নির্বিশেষে সেগুলি হল (সংগৃহীত )
* ব্লগের তাৎপর্য নষ্ট করে এটিকে অন্য আর দশটি সোশ্যাল প্লাটফর্ম বানিয়ে ফেলা যেমনটা হল ফেইসবুক বা ইয়াহু মেসেঞ্জার এর মতন ব্যাবহার করা । (মাস্টার )
* গঠনমুলোক আলোচনা কমে যাওয়া। আমরা সবাই কম বেশী আলোচনা করতে পছন্দ করি, আলোচনা অনেক সময়েই ঝগড়া বা ক্যাচালে পরিনত হয়ে থাকে। কিন্তু আমাদের আলোচনা থেমে থাকেনা। (মাস্টার)
* প্রায় সিংহভাগ পোস্টে দেখি এক বা একাধিক ইমো অথবা ভাল হইছে, প্রিয়তে নিলাম এই টাইপ কমেন্ট পরে। এতে যদিও তেমন কোন সমস্যা নাই, তবে সমস্যা দাড়ায় তখন যখন এই জাতীয় কমেন্ট আসে- আগে কমেন্ট করে নেই পরে পড়বো। (গেমার বয় )
* তেল মারার ব্যাপারটা আসলে এখন বেশ স্বাভাবিক হয়ে গেছে, খুব আশ্চর্যজনক হলেও সত্যি যে অনেক ভাল ভাল ব্লগারও তেল মারার অভ্যাস ভালভাবেই রপ্ত করেছেন। এটা যে বেশ দৃষ্টিকটু দেখায় সেটা তারা কেন বুঝতে চান না বুঝি না। ভাল সম্পর্ক থাকতেই পারে, এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তেলবাজি করা লাগে না, যথাযথ ইন্টারঅ্যাকশন থাকলেই এটা সম্ভব। (গেমার বয় )
* অনেককেই দেখি এই কাজটা করতে। আর হিট ব্লগার হলে মনে হয় এটা করাটা আবশ্যক হয়ে পড়ে, এছাড়াও উত্তর দেয়ার সময় সিরিয়াল ব্রেক করে উত্তর দেয়াটাও বেশ দৃষ্টিকটু। ( গেমার বয় )
* কপি পেস্ট করা পোস্ট এখনকার সময়ে সবচেয়ে বৃদ্ধি পেয়েছে । (মাস্টার,গেমার বয়)
* রিপোস্ট করা যেহেতু এখনকার সময়ে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে সেহেতু ভাল পোস্ট গুলী সহজেই ব্লগারদের চোখ এরিয়ে যাবে ।
* অনেকে ফেসবুক স্ট্যাটাসের মতো করে দু চার লাইন লিখেই পোস্ট দিয়ে ফেলেন, ব্লগ পোস্টের সঙ্গে ফেসবুক স্ট্যাটাসের পার্থক্য আছে। ( ফিউশন ফাইভ)
এগুলা তো আছেই সাথে যোগ হয়েছে নির্বাচিত পাতা নিয়ে সমস্যা । কে , কি এবং কোন বিষয়ের উপর ভিত্তি করে নির্বাচিত পোস্ট সিলেক্ত করেন তাহাই এখন চিন্তার বিষয় । যাই হোক সেই বিষয়ে ফিউশন ফাইভের এই পোস্ট এর লিঙ্ক নিচে সংযুক্ত করলাম –
একটি বা দুটি রামছাগল এই মুহূর্তে 'নির্বাচিত পোস্ট' সিলেক্ট কর্তেছে...
সেখানে সবাই কম বেশী তাদের মুক্ত চিন্তার মতামত দিয়েছেন এই বিষয়ে ।
যাই হোক আমার আসলে আলাদা করে বলার তেমন কিছুই নেই এই বিষয়ে উপরে অগ্রজদের কথার সাথে আমি পুরাপুরি একমত পোষণ করে শুধু বলব ,আমি ওই তিনটি পোস্ট এর মন্তব্য পরেই বুঝেছি যে এটা আমাদের সবারই সমস্যা যা নিয়ে আমরা সবাই চিন্তিত।
যাই হোক শিরনামের উত্তর দেয়ার পালা , সামু যে ভাল নেই সেটি বুঝতে আপনাকে অন্য কোনও গবেষণা করার দরকার নেই কেননা যখন এই সমস্যা বিষয়ক পোস্ট এ এত আলোচনা হয় তাতেই বুঝা যায় এর গুরত্ত কি এবং যে পরিমান মন্তব্য করেছেন তাতেই স্পষ্ট যে এটি সার্বিক সমস্যা। একারনেই যখন ফিউশন ফাইভ , মাস্টার ইনাদের মতন সিনিয়র ব্লগাররা এই বিষয়ে পোস্ট দেন তখন সকলে আশায় বুক বাধে যে এই বার সবাই মিলে একটা সমাধান করবেনই ।
কিন্তু ফলাফল বোধয় সেই আগের মতই থেকে যায় ।
যাই হোক আমাদের সকলের প্রয়াস থাকবে এই অবস্থা থেকে পরিত্রান পাওয়া এবং এই কাজ অবশ্যই প্রবীণ ব্লগারদের উপর ছেড়ে দিলে হবে না আমাদের কেও এগিয়ে আসতে হবে কেননা আমাদের মতন নতুন ব্লগারদেরই সংখ্যা বেশী । ধন্যবাদ ।