এলাম, দেখলাম, মারা খেলাম
রাষ্ট্রের নাই কানাকড়িও দাম
জঙ্গীদের দেয়া হোক দায়
যারা বেঁচে থাকা মানুষকেও পোড়ায়
ভিন্নধর্ম দ্বিতীয় শিকার
মুসলমানরাই হবে তৃতীয় আবার
বাংলাদেশ
কোন ধর্ম নয়
কোন জনগণ নয়
কোন জাতি নয়
একটি রাষ্ট্র
বাংলাদেশ
আমার দেশ নিজের সাথে যা করেছে তার চেয়ে বেশি ঘৃণার আর কিছু নেই
নিজেকে বেশ্যায় পরিণত করে সশস্ত্র করেছে আর শত্রু বানিয়েছে নিজেদেরকেই
মানসিক বিকার ও বিকৃত শিশু নির্যাতনকারী
নিজেরই ভয়াবহ নির্যাতন থেকে এসে
কিন্তু দুর্বল বা ভগ্ন হৃদয়ের নির্দোষে
না। বরং শক্তিশালী, পাথরের হৃদয় নিয়ে...
লাল সবুজ শিরায়
আমি ক্রোধের সাথে তাকিয়ে আছি গুদামের জানালায়
রত্নখচিত দালালের হাতের দিকে
যা আদর করছে তোমার রক্তাক্ত গালটাকে
আমি মৃত শিশুদের কান্না শুনতে পাই
তোমার হাসি আমার হৃদয়কে হিমায়িত করে
ঘৃণার পরশপাথরে
বা্ংলাদেশ
তুমি উগান্ডা থেকে হয়ে যাচ্ছো ফাকিস্তান শেষমেষ