সামুতে নাকি শুনেছি লক্ষাধিক ব্লগার ব্লগিং করেন এইটা টোটালি বোগাস একটা হিসাব । আমার মনে হয় মাল্টি , নিক , আর ডুবলি সিন্ডিকেট বাদ দিলে সব মিলিয়ে এক হাজার ব্লগার হবে কিনা সন্দেহ । সেই চিনা মুখগুলি থাকে অনলাইনে প্রতিদিন কিন্তু যখনি কোন যুদ্ধ শুরু হয় তখনি চিনা মুখ সব গায়েব হয়ে অদ্ভুত নামের সব নতুন ব্লগাররা হাযির হয় যাদের প্রফাইলে ধুকবেন দেখবেন দুই বছর ব্লগিং ,মন্তব্য ২০০০ উপরে , কিন্তু পোস্ট ৫টি কিংবা ১০টি । একেকজনের কাছে পাঁচটা, দশটা ,বিশটা করে নিক । হায় আল্লাহ এই নিক বানানোর পিছনে আর মেইনটেইন এর পিছনে যেই কষ্ট আর মেধা এরা দেয় সেটা দিয়া আমার মনে হয় এরা একেকজন আরও একশ পোস্ট দিতে পারতেন ।
আজকে আমি এইখানে ব্লগিং করছি দুই মাস ষোল দিন । এই কয়েক দিনের ব্লগিং এর যেই অভিজ্ঞতা সেটা বর্ণনা দিতে গেলে বলতে হয় এই খানে নতুন ব্লগারদের সংগ্রামের শেষ নেই । তাদের লিখা হিট হয় না মন্তব্যহীন থাকে বেশীরভাগ সময়েই । কেননা তাদের নেই মাল্টি নিক । এটি তাদেরকে অনুৎসাহিত করে । আমার লিখার আর কথা বলার একটা পাগলামি আছে । অনেক লিখতে পছন্দ এবং কথা বলতেও তাই হয়ত অনেক পোস্ট দিয়ে ফেলেছি ইতিমধ্যে সেই একমাস দুই দিনের সময় যখন সেফ হলাম সেই দিন থেকে । সুতরাং এদিক থেকে ভাগ্যবান বলব নতুন ব্লগার হিসেবে অনেক পুরন ব্লগারদের উৎসাহ,মন্তব্য ও ভাললাগা পেয়েছি ।
আলোচিত বলেন আর সমালোচিত ব্লগারই বলেন আসিফ ভাইয়ের শেষ দিনের একটা কথা বলি আমি তার পোস্ট পরতাম ,তিনি নিজেই যদিও ছিলেন একাধিক নিক এবং সিন্ডিকেটের হোতা (লোকমুখে শুনি) । তিনি বলেন সিন্ডিকেট আর মাল্টিনিক ছাড়া এই জগতে টিকে থাকা সম্ভব নয় , নিরপেক্ষ থাকা সম্ভব নয় যেকোন পক্ষে জেতেই হবে না হলে হতে হবে দুর্বল আর এখানে দুর্বলের কথা কেও শুনবে না । সুতরাং হাজার হলেও তিনি অগ্রজ এই জগতে এবং তিনি যে যথার্থই বলেছেন সেটা এখন আমার কাছে প্রতিয়মান ।
আজ সাড়া রাত পরলাম কিছু পোস্ট যেখানে শুধুই নিক আর মাল্টির ব্যাপারে আলোচনা হচ্ছে (বিস্তারিততে গেলাম না) । এরকম পোস্ট পড়লাম অন্তত পাঁচটি যা পরে মনটা কিছুটা খারাপ হয়ে গেল যে এ কিরুপ অনৈতিক প্রতিযোগিতায় নেমে গেল ব্লগাররা ? আপনি পাঠক টানবেন আপনার লিখা দিয়ে এবং নিজস্ব মতামত এর মাধ্যমে বৈকি ওই সব মাল্টি নিকের হিট দিয়ে ।
যাই হোক আরও আছে নিজের নামে নিজের মাল্টি নিক থেকে পোস্ট । যা কিনা চরম হাস্যকর । সেটা কেমন মনে করুন টমেটো হল গাজরের নিক এখন টমেটো পোস্ট দিবে গাজরের নিন্দা করে ব্যাস গাজরতো হিট হয়ে গেল ,তারে আর কে ধরে ,সে তখন ব্লগের মাস্তান । তারে কিছু বলাও বিপদ , কই থেকে যে আইসা এটাক করবে তার ঠিক ঠিকানাও পাওয়া যাবে না প্রফাইলে ঢুকলে দেখবেন ১ বছর ধরে লিখছি ৩ টা পোস্ট । হা হা হা তখন বলেন আর কি কিছু বলতে ইচ্ছে করে ? যেই ব্যাক্তি আপ্নার সামনে তার পরিচয় গোপন করে পালাল এবং অন্যখান থেকে আপনার সাথে লড়াই করছে তার সাথে কি লড়বেন ?
এমন কয়েকদিন আগে এক ভাই আমাকে নিয়ে পোস্ট দিলেন যাই হোক জিনিসট্যাঁ দেখলাম কিন্তু চুপ করে রইলাম । চিন্তা করলাম দেখা যাবে আমি কোন কমেন্ট করব , তখন অন্যরাও করবে, কাদাছুরাছুরি হবে তার চেয়ে ভাল আসুলিয়ার স্রমিক বিদ্রোহের উপর যেই পোস্টটা লিখছিলাম সেটা শেষ করি কাজে দিবে দুঃখী মানুষগুলার । উল্লেখ্য আমার অপরাধ ছিল আমি আমার ব্লগে মন্তব্য করি এবং মাঝে মাঝে বিজ্ঞ্যাপন দেই অন্যের ব্লগে মন্তব্বের সাথে । যাই হোক সেই হিসেবে এই লোক গুলির কি হবে যারা নিক বানান , ধার দেন এবং শুনা যায় বিক্রিও করে থাকেন ?
একটা কথা শেয়ার করি আমি আগে যেই ব্লগে লিখতাম সেখানে আমি দশ জন ব্লগার পেতাম না একসাথে অনলাইন এ কিন্তু সেখানে প্রত্তেকে প্রত্তেকের লিখা পরত এবং আত্মীয়ের মত ব্যাবহার করত । কিন্তু এখানে ওই কাজটি হয় না সিন্ডিকেটের কারনে । সবাই সবার নিজেদের সিন্ডিকেট জনপ্রিয় করে যাচ্ছেন কে কি লিখল থোরাই কেয়ার করার টাইম আছে নাকি ?
আমি না এখনও বুঝলাম না যে লাভটা কি হয় ? নতুন ব্লগার হয়ত তাই বুঝতে পারতেছি না হয়ত ? আমিতো কোন লাভ পেলাম না ভাই এত গুলান পোস্ট লেইখা শুধুমাত্র মনের প্রশান্তি যে মানুষ আমার কথা-লিখা বা মতামত সম্পর্কে জানছে । নাকি ভাই আমাগরে কিছু কইতেছেন না আপ্নাগ লাভ কইমা যাইব দেইখা । ভাই প্লিয একটু বলেন প্লিয কোন আর্থিক বা সামাজিক বা মানসিক লাভ আছে নাকি এই সব মাল্টিনিক কিংবা সিন্ডিকেট কইরা ? তাইলে আমিও করুম এই কইরা যদি ইন্টারনেটের বিল মাসে যেই বারোস টাকা আসে সেটা দিতে পাড়লেই চলব ,আপনারা বেশী লাভ নিয়েন ,তাও কইয়া যান পিলিজ , পিলিজ , পিলিজ ।
(এই মুহুরতে আমার আকুল আবেদন থাকবে ব্লগের একেবারে সিনিয়রদের কাছে যারা পাচ ছয় বছর ধরে ব্লগিং করছেন যে আপনারা ফিরে আসুন এবং উদ্যোগী হন আগের পরিবেশ ফিরিয়ে আনতে যা শুনে এখানে এসেছিলাম)
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১২ দুপুর ১২:৪৭