“পদ্মা সেতুর মাওয়া প্রান্তে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুজন নিহত ও তিন জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে সেতু দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
রবিবার (১৭ জুলাই) রাত সোয়া ১০টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১৪ নম্বর পিলারের অংশে এই দুর্ঘটনা ঘটে। পিকআপটি জাজিরা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার পর পদ্মা সেতু দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। পিকআপটি সরিয়ে নেওয়ার কাজ করছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।এর পূর্বে পিয়াজ নিয়ে একটি ট্রাক পদ্মা সেতুতে উলটে যায় ।“”বাংলা ট্রিবিউন
পদ্মা সেতুতে পিক আপ উলটে ২ জন নিহত হওয়ার ঘটনায় আমাদের সতর্ক হতে হবে ।না হলে আরো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ঈদ এর পূর্বে পদ্মা সেতু দেখতে গিয়েছিলাম ।
পদ্মা সেতুতে যে স্পীডে গাড়ি চালনার কথা তার চেয়ে বেশি গতিতে গাড়ী চালাতে দেখেছি। সেতুতে গাড়ী চালকদের ওভারটেক করার চেষ্টা দেখেছি ।
অতি আনন্দে বা সচেতনতার অভাব বা প্রশিক্ষণ এর অভাবে এগুলো হচ্ছে কিনা তাও ভেবে দেখা দরকার । বেশি স্পিডে গাড়ি চালালে তার বিরুদ্ধে ট্রাফিক বিভাগ আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সচেতন করার উদ্যোগ নেয়া যেতে পারে। আমাদের নিজেদেরও সচেতন হতে হবে।
তাই গণমাধ্যমে পদ্মা সেতুতে যানবাহন চলাচলে সচেতনতা তৈরির কাজ শুরু করতে পারে সেতু কর্তৃপক্ষ।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২২ দুপুর ১:০৩