আমলা ,বিচারক,রাজনীতিবিদ ,ব্যবসায়ী ,সুশীল সমাজসহ যে কোনো পেশার মানুষ হোক না কেন বড় বড় কথা আর নীতিবাক্য বলতে বা লিখতে হলে নিজেকে শতভাগ সৎ হতে হবে ।না হলে দিনশেষে মানুষ তাকে জুতা মারবে ,ঘৃণা করবে ।আমরা ভুলে যাই এগুলো। ঘুষ খাবেন ,দুর্নীতি করবেন আবার পৃথিবীতে অমর হতে চাইবেন তা হবে না। যে কোনও একটাকে বেছে নিতে হবে ।হয় ঘুষ খেয়ে গণ্ডার হবেন ,সাত
চড়েও রা করবেন না।জী হুজুর জী হুজুর করতে করতে জীবন পার করবেন ।আর সৎ হলে যা যৌক্তিক বলে মনে হলে মন যা চায় তাই বলুন,লিখুন।সবাই আপনার পক্ষে থাকবে ।না হলে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন।
বাংলাদেশে এখন অসৎ মানুষদের দাপট বেড়ে চলেছে।
সাংবাদিক ভাইয়েরা সমাজের সৎ মানুষদের সামনে তুলে ধরুন।অসৎ মানুষদের বয়কট করুন।তাদের তেল মারবেন না ।সে যত ক্ষমতাবান হোক না কেন ।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১২