পাঙ্খাটিপসে স্বাগতম-
যান্ত্রিক জীবনে রুটিন মাফিক চলতে চলতে হাপিয়ে উঠি, হাজার ছন্দপতনে দিশেহারা হই, ছোট ছোট প্রাপ্তিও সে সময় অনেক না পাওয়ার সাধ ভুলিয়ে দেয়। উচ্চমূল্যের বাজারে পরিবার নিয়া ঘুরতে যাওয়ার কথা উঠলেই হাসিটা মিলিয়ে যায়। তাদের কই, দেশী বিবিরে নিয়া ঘুরতে বিদেশ যাওয়া লাগেন না; বিদেশ যাইবো আমাগো আড়িল দুলাভাই এক্ষুনি ঘুরে আসুন বাড়ীর পাশের কোন জায়গা থেকে, এক প্লেট চটপটি / নাস্তা খাইয়ে দেন সেও খুশী আপনেও খুশী, সেই সাথে যদি তার কয়েকটা ছবি তুলে দেন সে আরও খুশী হবে বলে আমার ধারনা। সুতরাং আর দেরী কেন ক্যামেরাটা হাতে নিয়ে আজই বেড়িয়ে পড়ুন -
কয়েকটা জিনিস লক্ষ্য রাখবেনঃ
১) পোশাক - পোশাকটা হতে হবে পরিপাটি, শুধু দামী পোশাকেই ভাল ফটো উঠে এই ধারনা ঠিক না। আপনি পোশাকের ছবি তুলবেন না পোশাকের ভিতরের মানুষটাকে তুলবেন তার পরিপাটি পোশাক ব্যক্তিত্বকে প্রকাশ করবে সুন্দর ভাবে।
২) ভঙ্গি বা পোজিং - আপনার আপনজন, তাই তাদের যে ভঙ্গিটা আকর্শনীয় তা আপনি জানেন। সুতরাং সেই সব কিছু ভঙ্গি ব্যবহার করুন। হাসিমুখ সর্বদাই প্রাধান্য পায় ।
যদি পরিবারের অন্য সদস্যদের নিয়ে যান এবং গ্রুপ ছবি তুলতে চান তাদের কাছাকাছি রাখুন। এমন ভাবে রাখুন যাদে সম্পর্ক প্রকাশ পায়। নীচের ছবিটা দেখি -
অন্যকেউ যদি ছবি উঠিয়ে দেয় বা ১০সেঃ ডিলে ফাংশানটি ইউজ করে তুলে ফেলুন -
৩) ভিন্ন এঙ্গেল থেকে ফটো তুলুন - তাতে পার্সপেকটিভ সুন্দর হবে।
৪) ফিল দা ফ্রেম - ফ্রেমের পুরোটা ব্যবাহার করে ছবি তুলুন। জুম করুন অথবা কাছ থেকে তুলুন।
৫) সৌন্দর্য কে ফুটিয়ে তুলুন।
৬) রুল অব থার্ড ফলো করুন অথবা গোল্ডন রেশিও ফলো করুন।
৭) প্রতিফলন পেলে তা ব্যবহার করুন
৮) ব্যাকগ্রান্ডের দিকে নজর দিন - যদি পছন্দ না হয় তাহলে ব্লার করে দিন।
৯) প্রখড় আলো পরিত্যাগ করুন।
১০) সর্বপোরি পরিবার আপনার ছবি আপনি তুলবেন - আপনার মর্জিমতো তুলুন।
ভাল কাটুক পরিবার নিয়ে সবসময়।
বিঃ দ্রঃ - "দেশী বিবিরে নিয়া ঘুরতে বিদেশ যাওয়া লাগে না" - একটা ছবির ডায়লগ।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৩