হাই কি এবং লো কি বলতে আমরা বুঝবো এক বিশেষ ধরনের আলোকচিত্র চিত্রায়ন – প্রাপ্ত আলোকচিত্রে উচ্চমাত্রায় যথাক্রমে সাদা ও কালো রং ব্যবহৃত হয়। অর্থাত, হাই কি ফটোগ্রাফ হবে অতিমাত্রায় উজ্জ্বল ,উচ্চমাত্রায় সাদা রং ব্যবহৃত হবে, অপরদিকে লো কি ফটোগ্রাফে কম আলোতে কালোরঙের অধিক ব্যবহৃত হবে যেখানে আলোকচিত্রের অধিকাংশ স্থান আন্ধকারচ্ছন থাকবে।
হাইকি আলোকচিত্রে সাধারনভাবে – আনন্দ ও সতেজতা উত্তমরূপে প্রকাশিত হয়। হাইকি এই বৈশিষ্ট্যের কারণে হই চিলড্রেন পোর্ট্রেট, বিজ্ঞাপন চিত্র, মডেল ফটোগ্রাফি ও প্রোডাক্ট ফটোগ্রাফিতে জনপ্রিয়। হাই কি ফটোগ্রাফির আলোক উজ্জ্বল বৈশিষ্ট্যে জন্য প্রোডাক্ট ফটোগ্রাফিতে বিশেষ স্থান দখল করে আছে। হাইকি আলোকচিত্রে কস্ট্রাস্ট এর পরিমাস থাকে কম এবঙ লাইটিং দ্বারা শেডোবিহীন সাবজেক্টের প্রকাশিতরূপ দর্শকের নিকট ধরা দেয় এক ভিন্নমাত্রায়। ম্যাক্রো ফটোগ্রাফ হাইকি অন্য মাত্রা নিয়ে আসে। ফুলের/পুস্পের আলোকচিত্রে হাই কি তার সৌন্দর্য্য ফুটিয়ে তোলে চমত্কার ভাবে। সুতরাং নিজেক প্রস্তুত করো এবং তুলে ফেল কয়েকটা হাইকি আলোকচিত্র।
হাই-কি লাইটিং নীচের ছবি অনুযায়ী করলে ভাল ফল পাওয়া যায়।
লো কি নিয়া পরের পোষ্ট.....
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৭