HDR বা HDRI ফটোগ্রাফি বইলা একটা কথা শুইন্যা থাকবা। যার পুরা হইতেছে High dynamic range imaging । আসো তা নিয়া কিছু আলো চনা করি ।
এইটা নিয়া আলোচনার শুরুতেই যেই কথাডা আসে সেইটা হইলো ডায়ানামিক রেঞ্জ । কোন ক্যামেরার ডায়ানামিক রেঞ্জ বলত আমরা বুঝবো কোন রং এর গাঢ় থেকে হালকা পর্যন্ত সীমা যা ঐ ক্যামেরা ধারন করতে সক্ষম। আমরা জানি কোন রং এর উপর আলোর তীব্রতা অনুযায়ী এর রং গাঢ়ত্ব নির্ভর করে এবং তীব্রতা বাড়তে থাকলে এক সময় সাদা রং ধারন করে। বুঝার সুবিধার জন্য নীচের চিত্রের দিকে তাকাই -
এই ছবিতে কোন বস্তুর উপর আলোর তীব্রতার মাত্রা অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে দেখানো হয়েছে। এর প্রতিটি অংশকে ষ্টপ বলা হয়।
আমাদের চোখ এই রকম ২৪ স্টপ সনাক্ত করতে সক্ষম । অব্যশ্য ব্যক্তি বিশেষে এবং অবস্থার পরিপ্রেক্ষিতে এর তারতম্য হয়ে থাকে। সাধারণ ফ্লিম ক্যামের ১২ ষ্টপ পর্য়ন্ত সনাক্ত করতে সক্ষম। ১২ ষ্টপ সনাক্ত করার ফলে ফটোগ্রাফ বিস্তারিত ফুটিয়া উঠে অর্থাৎ ছবির গাঢ় অংশ এবং আলোকিত অংশ উভয় সুন্দর ভাবে ফুটে উঠে। এইকারণে ফ্লিম ক্যামেরা এখন পর্যন্ত জনপ্রিয়।
অপর দিকে অধিকাংশ ডিজিটাল ক্যামেরা মাত্র ৫ষ্টপ পর্যন্ত ধারণ করতে পারে। কোন কোন দামী ডিজিটাল ক্যামেরা ১২ ষ্টপ পর্যন্ত সনাক্ত করতে সক্ষম। ক্যামেরা সেন্সর যত বড় হবে তাতে আরও বেশী স্টপ ধারন করা সম্ভব হবে। এই কারণে পয়েন্ট এন্ড শুট ক্যামেরা থেকে ডিএক্স সেন্সর যুক্ত ক্যামেরা বেশী স্টপ ধারন করতে পারে । আবার ডিএক্স ফরমেটের চেয়ে ফুল ফ্রেম আরও বেশী স্টপ ধারনে সক্ষম। এই কারনে ফুল ফ্রেম ক্যামেরা কম রেজুলেশনের হলেও প্রফেশনালদের বেশী পছন্দ। নীচের ছবির দিকে তাকাই -
এই ছবিতে ৫ টা ষ্টপ দেখানো হয়েছে। এবং নীচের ছবিতে ১০ ষ্টপ দেখানো হয়েছে
উপরের দুই ছবি থেকে স্পষ্ট বুঝা যায় যে ১০ ষ্টপ অবশ্যই ফটোগ্রাফে বেশী ডিটেইল দিতে সক্ষম।
তোমার ক্যামেরার ডায়নামিক রেঞ্জ টেকনিক্যাল স্পেসিফিকেশন এ অথবা ইউজার গাইডে পাইবে। চলো দেখি কিভাবে ডাইনামিক রেঞ্জ তোমার ছবিতে এফেক্ট করে।
উপরের ছবিটা দেখ - সাবজেক্ট এর মুখ ঠিকভাবে এক্সপোজ হলেও ডায়ানামিক রেঞ্জ ছোট হওয়ার কারণে ফটোগ্রফি ডিটেইল ভাল ভাবে আসে নাই। আরেকটা ছবি দেখি ... সাবজেক্টের মুখ ঠিকভাবে এক্সপোজ হইলেও ব্যাকগ্রাউন্ড আন্ডার এক্সপোজ ডিটেইল ঠিকভাবে ধারণ হয় নাই।
আবার নীচের ছবিতে ব্যাকগ্রাউন্ড ওভার এক্সপোজের কারণ ডিটেইল আসে নাই ।
এতক্ষন পইড়া অনেকই ভাবতেছো এখন আমার কি হবে ?
ভয় পাওয়ার কারণ নাই । এই সব সমস্যা আমরা উত্তরণ করতে পারি ... আলোর পরিবর্তন করে আমরা সমাধান করতে পারি।
একই ছবি দিনের বিভিন্ন অংশে বিভিন্ন রকম হয়। আমার অন্য সয়ম যখন আলো সহনীয় হয় তখন ছবি তুলে এই সমস্যা দূর করতে পারি।
আর একটা যা করতে পারি তা হলে ডায়ানামিক রেঞ্জকে কমপ্রেশ করতে পারি ফটোগ্রাফে আরও আলো যোগ করে (যেমন ফ্লাস) । নীচের ছবির মতো অবস্থা হলে ফ্লাস মাইরা কমপ্রেশ করে দাও ডায়ানামিক রেঞ্জ।
ফ্লাস মারার পর
আরেকটা যেটা করতে পারি সেটা হইলো হাই ডায়ানামিক রেঞ্জের ছবি তুইল্যা ফালাইতে পারি। ভাবতেছ ৫ষ্টপ দিয়া কেমনে হাই ডায়ানামিক রেঞ্জ ফটু তুলন যায় ? সম্ভব ।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৯