যারা আস্তিক, যারা স্বর্গ নরকে ভয় পান, তাদের জন্য কিছু নরকের কাল্পনিক পৌরনিক ছবি দিলাম। সামান্য হলেও ধারণা পাবেন, যদিও অনেক ধর্মেই বলা আছে, নরকের শাস্তি কল্পনারও বাইরে। পৃথিবীর মানুষ নরক যন্ত্রনার কথা কল্পনাও করতে পারবে না। তারপরও দেখেন, ফান হিসাবে হলেও, নরক কেমন হতে পারে।
১। এই ছবিটা মধ্যযুগীয় লাতিন পৌরনিক কাহিনী থেকে

২। আত্মাকে কষ্ট দেওয়ার ছবি।

৩। সপ্তদশ শতাব্দীতে অংকিত জৈন ধর্মের বর্ণিত নরকের সাতটা স্তর ও তার নানা রকমের সাজা

৪। এইটা একটা চাইনিজ মূর্তি। নরকে নির্যাতনকারী।

৫। দোজকের দরজা।
নিচের ছবিটা সত্যিকারের ছবি। তুর্কেমিনেস্তানের একটা গ্যাস সমৃদ্ধ এলাকাতে ১৯৭১ সালে ড্রীল করার সময় বিস্ফোরন ঘটে। এবং ২৩০ ফুট ব্যাসে একটা গর্ত সৃষ্টি হয়। এবং আগুন ধরে যায়, ভূতাত্তিকরা মনে করেছিল, এটা ভূপৃষ্ঠের খুব নিকটের কোনো পকেট গ্যাস হবে, যেটা হয়ত অল্প কয়েকদিনে নিভে যাবে।
কিন্তু এই গ্যাস গত ৪০ বছর ধরে এইভাবে জ্বলছে। স্হানীয়রা এটাকে দোজকের দরজা হিসাবেই বলে।
নিচের ছবিটা ২০১০ সালে তোলা।

উপরের সব ছবি ইউকিপিডিয়াতে আছে, বিস্তারিত বর্ণনা সহ, কারো যদি আগ্রহ থাকে দেখতে পারেন।
আস্তিকদের সবাই যাতে স্বর্গবাসী হয়, এই কামনা করছি।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৪