আজ থেকে পাঁচ বছর আগে আমার আব্বু প্রখ্যাত প্রচ্ছদশিল্পী আবদুর রোউফ সরকার(খোকন) আমাদের ছেড়ে না ফিরার দেশে চলে গেছেন। তিনি লালসালু, সূর্য দীঘল বাড়ি, বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস সহ বাংলা একাডেমীর অনেক বইয়ের প্রচ্ছদ করেছেন। তার মেজভাই বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক শওকত আলী। তার বাবা ডাঃ খোরসেদ আলী সরকার ৭১এর শহীদ বুদ্ধিজীবী এবং একসময়ের কংগ্রেসের নামকরা নেতা ছিলেন। তার মা সালেমা বেগম মুসলিম লীগের নেত্রী এবং শিক্ষিকা ছিলেন। তার বিয়ে হয়, বিক্রমপুরের নামকরা হাওলাদার পরিবারের মেয়ে সুলেখিকা হাজেরা খাতুনের সাথে। তাঁর একমাত্র মেয়ে ফারহানা শারমিন তিথি বাংলা সাহিত্যের অন্যতম কনিষ্ঠ কথাসাহিত্যিক। তার বড় ভাইরা ডাঃ বি করিম পাবলিক কমিশনের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্সের চেয়ারম্যান ছিলেন। বাংলা সাহিত্য সমাজে আব্বুকে রোউফ ভাই বলে ডাকা হতো। তিনি জাতীয় গ্রন্থকেন্দ্রে সহকারী পরিচালক হিসাবে অবসর নিয়েছিলেন। এছাড়া ইসলামী ফাউন্ডেশন, বাংলা একাডেমী,মুক্তধারা,শিশু একাডেমী,বেক্সিমকো মিডিয়া সহ অসংখ্য প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।তিনি এশিয়ার মধ্যে প্রথম প্রচ্ছদ শিল্পী হিসাবে জার্মান থেকে বিশেষ পুরস্কার পান শওকত আলীর 'টুম্পা নামের হাতির' জন্য। ২০০৭ সালে তার একটি একক চিত্র প্রদর্শনী হয়, যা সবার কাছ অনেক প্রশংসা পাওয়া গেছে। ২০১০ সালে ১৫ই সেপ্টেম্বর আমার জন্মদিনে তার মস্তিকে ক্যানসার ধরা পরে। ২০১১সালের ২৪ এপ্রিল সকাল ৭.৩০ আমাদের সহ তার অসংখ্য ভক্তদের কাঁদিয়ে চলে যান । আমি সালাম আলী আহসান(অতি) তার বড় সন্তান হিসাবে সবার কাছে আমার আব্বুর জন্য দোয়া চাচ্ছি। আল্লাহু, যেন তাঁর জানা-অজানা পাপ ক্ষমা করে দেন এবং তাঁর জানা-অজানা ভাল কাজের জন্য তাকে পুরস্কার দেন। (আমিন)
আজ প্রচ্ছদশিল্পী আবদুর রোউফ সরকার ৫ম মৃত্যুবার্ষিকী
আজ থেকে পাঁচ বছর আগে আমার আব্বু প্রখ্যাত প্রচ্ছদশিল্পী আবদুর রোউফ সরকার(খোকন) আমাদের ছেড়ে না ফিরার দেশে চলে গেছেন। তিনি লালসালু, সূর্য দীঘল বাড়ি, বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস সহ বাংলা একাডেমীর অনেক বইয়ের প্রচ্ছদ করেছেন। তার মেজভাই বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক শওকত আলী। তার বাবা ডাঃ খোরসেদ আলী সরকার ৭১এর শহীদ বুদ্ধিজীবী এবং একসময়ের কংগ্রেসের নামকরা নেতা ছিলেন। তার মা সালেমা বেগম মুসলিম লীগের নেত্রী এবং শিক্ষিকা ছিলেন। তার বিয়ে হয়, বিক্রমপুরের নামকরা হাওলাদার পরিবারের মেয়ে সুলেখিকা হাজেরা খাতুনের সাথে। তাঁর একমাত্র মেয়ে ফারহানা শারমিন তিথি বাংলা সাহিত্যের অন্যতম কনিষ্ঠ কথাসাহিত্যিক। তার বড় ভাইরা ডাঃ বি করিম পাবলিক কমিশনের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্সের চেয়ারম্যান ছিলেন। বাংলা সাহিত্য সমাজে আব্বুকে রোউফ ভাই বলে ডাকা হতো। তিনি জাতীয় গ্রন্থকেন্দ্রে সহকারী পরিচালক হিসাবে অবসর নিয়েছিলেন। এছাড়া ইসলামী ফাউন্ডেশন, বাংলা একাডেমী,মুক্তধারা,শিশু একাডেমী,বেক্সিমকো মিডিয়া সহ অসংখ্য প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।তিনি এশিয়ার মধ্যে প্রথম প্রচ্ছদ শিল্পী হিসাবে জার্মান থেকে বিশেষ পুরস্কার পান শওকত আলীর 'টুম্পা নামের হাতির' জন্য। ২০০৭ সালে তার একটি একক চিত্র প্রদর্শনী হয়, যা সবার কাছ অনেক প্রশংসা পাওয়া গেছে। ২০১০ সালে ১৫ই সেপ্টেম্বর আমার জন্মদিনে তার মস্তিকে ক্যানসার ধরা পরে। ২০১১সালের ২৪ এপ্রিল সকাল ৭.৩০ আমাদের সহ তার অসংখ্য ভক্তদের কাঁদিয়ে চলে যান । আমি সালাম আলী আহসান(অতি) তার বড় সন্তান হিসাবে সবার কাছে আমার আব্বুর জন্য দোয়া চাচ্ছি। আল্লাহু, যেন তাঁর জানা-অজানা পাপ ক্ষমা করে দেন এবং তাঁর জানা-অজানা ভাল কাজের জন্য তাকে পুরস্কার দেন। (আমিন)
মত প্রকাশ মানে সহমত।
আওয়ামী লীগ আমলে সমাজের একটা অংশের অভিযোগ ছিলো, তাদের নাকি মত প্রকাশের স্বাধীনতা নাই। যদিও, এই কথাটাও তারা প্রকাশ্যে বলতে পারতেন, লিখে অথবা টকশো তে।
এখন রা জা কারের আমলে... ...বাকিটুকু পড়ুন
আত্নমর্যাদা!
রেহমান সোবহান একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। রেহমান সাহেব এমন একটি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন যা খুব নির্জন এলাকায় অবস্থিত এবং সেখানে যাওয়ার... ...বাকিটুকু পড়ুন
কাঁঠালের আমসত্ত্ব
কাঁঠালের কি আমসত্ত্ব হয় ? হয় ভাই এ দেশে সবই হয়। কুটিল বুদ্ধি , বাগ্মিতা আর কিছু জারি জুরি জানলে আপনি সহজেই কাঁঠালের আমসত্ত্ব বানাতে পারবেন।
কাঁঠালের আমসত্ত্ব বানানের জন্য... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প বলেছে, বাংলাদেশ পুরোপুরি এনার্খীতে, তারা মাইনোরিটির উপর অত্যাচার করছে।
৩ দিন পরে আমেকিকার ভোট, সাড়ে ৬ কোটী মানুষ ভোট দিয়ে ফেলেছে ইতিমধ্যে; ট্রাম্পের জয়ী হওয়ার সম্ভাবনা শতকরা ৫১ ভাগ। এই অবস্হায় সনাতনীদের দেওয়ালী উপক্ষে ট্রাম্প টুউট করেছে... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। অ্যাকসিডেন্ট আরও বাড়বে
এরকম সুন্দরী বালিকাকে ট্র্যাফিক দায়িত্বে দিলে চালকদের মাথা ঘুরে আরেক গাড়ির সাথে লাগিয়ে দিয়ে পুরো রাস্তাই বন্দ হয়ে যাবে । ...বাকিটুকু পড়ুন