জানি নতুন করে আর তো কিছু হবার নয়।
জানিস ঘুমহীন ঘুমে মত্ত থাকি/নেশাহীন নেশায়,
আজকাল আর
নেশার জন্য মদ লাগে না;মদ ছাড়াই নেশাগ্রস্ত।
ভালোবাসাহীন ভালোবাসায় বেঁচে আছি
কারো যত্ন,কারো মমতাময়ি মায়ায় এখন আর পড়ি না।
কষ্টের শেষে কষ্টের বিষন্নতা কি জানিস?
আমার এ ছন্নছাড়া লেখার মানে কি জানিস?
তুই কি জানিস আমার কবিতার একমাত্র অনবদ্য প্লট তুই?
তুই কি জানিস আমার কাছে বৃষ্টি মানে তুই
চাঁদ মানে তুই;মেঘ মানে তুই;বাতাস মানে তুই।
চাঁদ,মেঘ,বৃষ্টির আড়ালে যে আমি তোকেই খুজি জানিস?
মেঘেদের কথায় আমি তোর শব্দ শুনি জানিস?
তোর চলে যাবার পর কেন কোনদিন
ছোয়াইনি চোখে কাজল জানিস??
প্রতিক্ষায় থাকি;কখনো শেষ না হবার প্রতিক্ষা।
সব জেনে ও কেন এই প্রতিক্ষা বলতে পারিস???
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৬ রাত ৯:৪৩