আমার ভেতর এই ঝড় তুমি জানবে না
একখন্ড মেঘের জন্য কি বিশাল মরুভূমি
সাইমুমের ঝড়ের নিচে আমি পুড়ি অক্ষম ক্ষোবে;
তুমি জানবে না।
এই চোখ দেখে তুমি বুঝবে না
চোখের কার্নিশে জমা কত অবহেলা
অভিমানে বুজে আসা কন্ঠ
নিরাপরাধ চোখ,
স্বচ্ছ কাঁচের মতো জমে থাকা জল-
তবু ঝরে না কখনো
জ্যোৎস্না ঝড়ে পড়ে অমাবস্যা হয়ে
রাতের অক্ষম শরিরে;
সেখানে ব্যার্থতা বুকে উবু হয়ে আছে।
তুমি নিশ্চিত জানবে না
একখন্ড মেঘে কতখানি বৃষ্টি ঝড়াবে আজ
তুমি নিশ্চিত জানবে না
কতখানি আক্রোশে মুখিয়ে গেছে কারো গোপন ব্যথা
তুমি নিশ্চিত জানবে না।
#অশ্রু কারিগর
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৬ রাত ১০:৪২