আমি আর স্বান্তনার গান গাইতে পারি না
মেঘপাড়ার রোদ দেখে আনমনে আর ছবি আঁকতে পারি না
জ্যোৎস্না রাতে কাঠ গোলাপের গন্ধে আর শিহরিত হই না
তুমি ভাব তোমার প্রস্থানে আমার এ পরিনতি?
তবে এ তোমার ভ্রান্ত ধারনা
তুমি তো থেকেও আমার ছিলে না কখনও
পাশে পেয়েও তো তোমার মন বাড়ির সন্ধান আমি পাই নি
তবে আজ চলে গিয়ে নিজের অস্তিত্ব খোঁজা কি অর্থহীন না!
হৃদয়ের কথপোকথনে যে তোমার মৌনতা শুনেছি আমি
বড় ক্লান্ত আমি আজ;
তোমায় আর খুঁজতে এসো না,বহুকাল আগেই হারিয়েছ তুমি
কান্নার দাগ মুছে গিয়েছে শ্রাবন জলে;
সেই জলধারার আমি আর তোমায় চাই না
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২০