-যাইবা ডি ব্লক
-১০ টাকা
-দুইটা থাবড়, ২০ টাকা দিমু। রাজী থাকলে নাম।
সকালটা শুরু হয় এভাবেই। দাসবৃত্তির অদৃশ্য এক শিকলে টান পড়ে। এগোই। বৃষ্টি-ঝড়-রোদ। চাকুরিতে কামাই নাই। দায়িত্ববোধ বলে নিজেকে বুঝ দিই। এগোই।
.....................
-ভাই আমার রাতে জ্বর আসছে। আজকে মনে হয় না আসতে পারব।
-বস তুমি আমার লক্ষী বস। একটু দেরি হবে। ম্যানেজ করো না।
-ভাইয়া, বাস তো পাচ্ছি না। দেরি হবে।
ববি, চৈতি, জুসির ফোন। আচ্ছা আচ্ছা আচ্ছা। নিজেরই ঠিক নাই। ২০০ টাকা দিয়ে এসি নৌকা ভাড়া করি। বনশ্রী-ধানমন্ডী।
বালের চাকরি।
*ল্যাখাটা একই সঙ্গে ভিন্ন ব্লগে প্রকাশিত