* এটা ছিল বিটলসের ৮ নম্বর অ্যালবাম
* অ্যাবে রোড স্টুডিওতে টানা ১২৯ দিন ধরে রেকর্ডিং চলে, খরচ হয় ২৫ হাজার পাউন্ড
* সার্জেন্ট পেপার ব্যান্ডটি আদপেই একটি ব্যান্ড-- অ্যালবামে এই সুরটা ধরে রাখার আইডিয়া পল ম্যাকার্টনির
* একই সময় পাশের স্টুডিওতে চলছিল আরেক কিংবদন্তী ব্যান্ড পিংক ফ্লয়েডের পাইপার এট দ্য গেটস অব ডন অ্যালবামটির রেকর্ডিং। এটিও রক অ্যান্ড রোলের মোড় ঘুরানো একটা প্রকাশনা
* অ্যালবামটা এমনভাবে করা হয়েছিল যাতে শুরু থেকে শেষ পর্যন্ত একটানা ধারাবাহিকতা অটুট থাকে
* পশ্চিমা সভ্যতার একটি যুগান্তকারী মুহূর্ত বলে এই অ্যালবামকে বিশেষিত করেছিলেন এক সমালোচক
*অ্যালবাম মুক্তি পাওয়ার সপ্তাহখানেকের ভেতর টাইটেল ট্র্যাকটি কনসার্টে বাজানো শুরু করেন আরেক লিজেন্ড জিমি হেন্ডরিক্স
*বছর সেরা ও সমসাময়িক সেরা- এ দুটো বিভাগে গ্র্যামি জেতা প্রথম রক অ্যালবাম এটি
*সর্বকালের সেরা ৫০০ অ্যালবামের তালিকায় এটিকে শীর্ষ স্থান দিয়েছিল রোলিং স্টোন ম্যাগাজিন
* কাভার ডিজাইন করেছিলেন স্যার পিটার ব্লেইক। এতে বিখ্যাত লোকদের বিশালাকার কার্ডবোর্ড প্রতিকৃতির একটা কোলাজ করা হয়েছিল যাতে রয়েছেন কার্ল মার্কস থেকে শুরু করে গডফাদার খ্যাত মার্লন ব্র্যান্ডো পর্যন্ত।
*বিখ্যাত অভিনেত্রী মে ওয়েস্ট কাভারে অংশ নিতে অস্বীকৃতি জানান, কিন্তু ব্যান্ডের চিঠি পেয়ে মত বদলান।
*অ্যালবাম রিলিজের আগে আগের ডিজাইনে বদল এনে হিটলার ও যীশুর ছবি বাদ দেওয়া হ
*জল্পনা আছে লুসি ইন দ্য স্কাই উইদ ডায়মন্ডস গানটি এলএসডি নিয়ে (লাইসার্জিক এসিড, জিভে ঠেকিয়ে করা হয় দুর্দান্ত নেশাটি)। জন লেনন বরাবরই অস্বীকার করেছেন কথাটি, বলেছেন এটি তার ছেলে জুলিয়ানের আঁকা একটি ছবির অনুপ্রেরণায় গাওয়া। বিবিসিতে গানটি এখনো নিষিদ্ধ।
*জন লেননের বিয়িং ফর দ্য বেনিফিট অব মি. কাইট গানটির লিরিক্স নিয়ে একটা মজার ঘটনা আছে। এর লাইনগুলো হুবহু একটি পুরানো সার্কাসের পোস্টারের,যা কেন্টের একটি অ্যান্টিক শপ থেকে কিনেছিলেন লেনন।
*হোয়েন আ'ম সিক্সটি ফোর গানটিকে আরো ব্যাঞ্জনা দিতে ম্যাকার্টনির ভোকাল দ্রুতলয়ের করা হয়েছিল।
মূল লেখাটা পাবেন এখানে
ভুল ভ্রান্তির মাফ চাই। গানগুলা শুনতে বদ্দা (সুমন চৌধুরী) অথবা ভাস্কর-মৌসুমের ব্লগে ঢু মারুন
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০০৭ সকাল ১০:২২