অনলাইনে আপনি মূলত কী করেন?
এই প্রশ্ন যদি আপনাকে করা হয় তাহলে আপনার উত্তর কী হবে? অনেকে অনলাইনে জব, ব্যবসা করে। এই অনলাইন জব ব্যবসা বাদ দিয়ে বাকি সবাই মূলত অনলাইনে আসলে সময় নষ্ট করতে। আরও একটু ভাল করে বললে কাজের স্ট্রেশ দুর করতে তারা অনলাইনে সময় কাটায় । বেশির ভাগই সোস্যাল মিডিয়া কিংবা ভিডিও স্ট্রিমিং সাইটে ঢু মারে । ব্লগে আসে অনেকে । আজকে আপনাদের সময় নষ্ট কিংবা সময় কাটানোর আরও কয়েকটা সাইটের খোজ নিয়ে এলাম যেগুলোতে আম নিয়মিত সময় নষ্ট করে থাকি । আসুন শুরু করা যাক !
ওয়েব সাইট টাতে যেতে এখানে ক্লিক করুন । এই ওয়েব সাইটে গেলে বেশ কিছু পাখির ছবি দেকখতে পাবেন উপরের ছবির মত । প্রতিটা ছবির উপরে যখন মাউসটা নিয়ে গেলেই সেই ছবির পাখিটা ডেকে উঠবে । কোন পাখির আওয়াজ আসলে কেমন সেটা জানার জন্য এই সাইটটা ।
A SOFT MURMUR নামের এই সাইটটা আমার বেশ পছন্দের একটা সাইট । কল্পনা করুন রাতের বেলা আপনি ঘুমাচ্ছেন তখন বাইরে বৃষ্টির আওয়াজ ভেসে আসছে, সাথে হাকলা বজ্রপাতের আওয়াজ । ফায়ারপ্লেসে আগুন জ্বলছে সেটাও আওয়াজও কানে আসছে । এই সাইটে ঠিক এই কাজটাই করে । নানান ধরনের আওয়াজ এই সাইটে পাওয়া যাবে । মিক্স করার উপায় আছে । এক সাথে অনেক আওয়াজ চালু করতে পারবেন। কোনটার শব্দ বেশি কমও করতে পারবেন । ঢেউ, বৃষ্টি, বজ্রপাত, আগুন, বাতাস সহ আরও অনেক কিছু । মিক্স শেষে প্লে বাটন চালু করলে আওয়াজ শুরু হবে ।
গ্রাভিটি পয়েন্ট নামের এই সাইটটা বেশ মজার । সাইটে ঢুকলেই প্রথমে এলোমেল বেশ কিছু বিন্দু দেখা যাবে । আপনি যখনই মাউস দিয়ে কোথাও ক্লিক করবেন তখন সেখানে একটা কালো বিন্দুর সৃষ্টি হবে । এবং সাদা বিন্দু গুলো সেই কালো বিন্দুটার আশে পাশে ঘুরাঘুরি শুরু করবে । এবার যদি অন্য কোথাও আবার মাউস দিয়ে ক্লিক করেন তাহলে কিছু সাদা বিন্দু সেদিকে চলে যাবে এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই দুই কালো বিন্দু আস্তে আস্তে নিজেদের দিকে ধাবিত হবে, এক সময়ে একে অন্যের সাথে মিলিত হয়ে যাবে । এভাবে যত কালো বিন্দু তৈরি করবে সব গুলো আস্তে আস্তে মিলিত হয়ে বড় হতে থাকবে !
স্ক্রিনে অনেক ছোট বড় বেলুন দেখতে পাবেন । শুরুর বাটন চালু করলেই সব বেলুন গুলো সামনে আসবে । এরপর মাউস দিয়ে সেগুলো নাড়াচাড়া লাফালাফি করতে পারবেন যত ইচ্ছে । সাইটে যাওয়ার জন্য ক্লিক করুন এখানে।
অনেস্ট স্লোগান সাইটটা তৈরি করা হয়েছে বিখ্যাত যত ব্রান্ড পন্য গুলো যে যে স্লোগান গুলো চালু আছে সেগুলোর এক পাশে সরিয়ে রেখে আসলেই সেই পন্য গুলোর সত্যি করার স্লোগান কি হওয়া উচিৎ ছিল । বেশ অনেক অনেস্ট স্লোগান এখানে আছে ।
লিটিল এলকেমি সাইটটা বেশ মজার । সাইটের ডান দিকে বেশ কিছু এলিমেন্টের চিত্র দেওয়া থাকে । যেমন পাননি, মাটি, আগুন ইত্যাদি । আপনার কাজ হল একটা এলিমেন্ট নিয়ে এসে মাঝে রাখা । এরপর অন্য আরেকটা উপাদান সেইটার উপরে ছেড়ে দেওয়া । তাহলে দুইটা উপাদান মিলে কি হয় সেটা দেখা যাবে । যেমন আগুন আর পানি মিলে বাষ্প হবে । আপনি যদি আগুন এনে তার উপরে পানি এনে রাখেন তাহলে বাষ্প হয়ে যাবে ।
যারা মুভি দেখতে ভালোবাসেন তাদের জন্য নিচের সাইটটা । সাইটের নাম এ গুড মুভি টু ওয়াচ এমন অনেক সময় হয় যখন আমরা মুভি দেখতে চাই কিন্তু কোন মুভি দেখবো সেটা খুজে পাই না । সিদ্ধান্তহীনতায় ভুগি । আমার নিজের সাথেই এমন হয়েছে কতবার । শেষে ফেসবুকে স্টাটাস দিয়ে সাজেশন নিতে হয়েছে । সেখানেও আবার নানান অপশন । শেষে দেখা গেল মুভিই দেখা হয় না । এই সাইটে গিয়ে আপনি আশা করি সেই সমস্যার সমাধান পাবেন । কোন ভাল মুভিটা দেখবেন সেটা জানতে পারবেন এখান থেকেই ।
এই সাইট নিয়ে কোন কথা বলবো না । এখানে ঢুকলে আপনি নিজে নিজেই বুঝে যাবেন । আমি তো মাঝে মাঝে এখানে ঢুকে তাকিয়ে থাকি একভাবে ।
রেডিও গার্ডেন হল অনালইনে রেডিও শোনার একটা সাইট । তবে মজার ব্যাপার হচ্ছে এই সাইটে মোটামুটি দুনিয়ার সব অনলাইন রেডিও যুক্ত রয়েছে । নিয়মটা বেশ সহজ । আপনি পৃথিবীর গ্লোব ম্যাপ দেখতে পাবেন। আর সেখানে সবুজ ডট দেখতে পাবেন । প্রতিটা সবুজ ডট হচ্ছে একেকটা রেডিও স্টেশন । আপনি ডটের উপরে মাউস নিয়ে গেলেই আপনা আপনিই রেডিও চালু হয়ে যাবে ।
আমার আরেকটা পছন্দের সাইট হচ্ছে ফিফটিন ফ্যাক্টস। এ সাইটে দুনিয়ার নানান বিয়ষ নিয়ে ১৫টা করে ফ্যাক্ট দেওয়া রয়েছে । আমি সময় সময় পেলেই এখানে ঢুকি, রন্ডমলি একটা পোস্ট নির্বাচন করি তারপর সেগুলো পড়ি ।
আপাতত আজকের আয়োজন এখানেই শেষ । সামনে আবার নতুন কোন সাইটের খোজ নিয়ে হাজির হব।
ছবি getorganizedwizard.com
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৫৪