সত্যি বলতে কি পরিবারের বাইরে আমি আর আগে কোন জিনিসের সাথে এমন ভাবে একভাবে যুক্ত থেকেছি কি না ঠিক বলতে পারবো না । বলতে পারি এর আগে কেবল আমার একটা গার্লফ্রেন্ড ছিল যার সাথে দীর্ঘ একটা সময় আমি সংযুক্ত ছিলাম । সেটা শেষ হওয়ার পরে বলা চলে ব্লগই আমার এক মাত্র লংটার্ম ভালবাসা ! যতটা সময় আমি এই ব্লগের পেছনে ব্যায় করেছি ততটা সময় যদি এমপি থ্রি বই নিয়ে পড়ে থাকতাম তাহলে আজকে নিশ্চিত আমি বিসিএস ক্যাডার হয়ে যেতাম । তবে এই জন্য আমার মনে বিন্দু মাত্র আফসোস নেই । বরং আমি খুশি যে এতৎা লম্বা সময় ধরে আমি সামুর সাথে সাথে রয়েছি । যতদিন সামু থাকবে ততদিন আমি নিজেও থাকবো আশা করতে পারি !
যখন প্রথম ব্লগ খুললাম তখন ব্লগ লিখতে বেশ কষ্ট হত । সালটা ২০১১ । কেবল ভার্চুয়্যাল কিবোর্ডে মাউস টিপে চিপে পোস্ট করতাম । সেগুলো হত বর্তমান যুগের ফেসবুকে স্টাটাসের মত । তবুও বেশ ভাল লাগতো । মাঝে মাঝে পোস্ট যখন ১০০ বারের থেকে বেশি পঠিত হত কি যে ভাল লাগতো । মনে হত যেন বিশ্ব জয় করে ফেলেছি । তখন মনে আনন্দ নিয়ে আবারও পুরো দমে নতুন গল্প লেখা শুরু করে দিতাম ।
যখন আমি ব্লগে পা দিয়েছি তখন ব্লগে পুরো দমে সব বাঘা বাঘা ব্লগারেরা ব্লগিং করতো । কত শত ব্লগার আর তাদের কত বৈচিত্রময় পোস্ট । পড়তে পড়তে দিন কেটে যেত । জেনারেল হওয়ার পরেও কোন পোস্টে কমেন্ট করতে ঠিক সাহস হত না । কি বলতে গিয়ে কি বলব । তবে আমার বেশি আগ্রহ ছিল সব গল্পকারদের ব্লগ গুলো । প্রতিদিন নিয়ম বাঁধা কাজ ছিল তাদের ব্লগ ঘুরে বেড়ানো । নতুন গল্প না পেলেও পুরানো পোস্ট গুলো খুজে খুজে পড়তাম ।
কিন্তু সেই সব ব্লগারেরা আজকে কই গেছে । বলতে গেলে তাদের কেউই এর এখন নেই । ব্লগে আর গল্প দেন না । আমিও আর আগের মত গল্প পড়তে পারি না । আর ইমন জুবায়ের ভাইয়ের চলে যাওয়ার পর থেকে আমার ব্লগের অনেক কিছুই কেমন নেই হয়ে গেছে । তবে এখনও মাঝে মাঝে কিছু গল্প আসে । সেগুলো পড়ি । চুপচাপ পড়ি আর চলে আসি । আর জীবনের কাজে ব্যস্ত হয়ে পড়ায় আর আগের মত সময় দেওয়া হয় না । তবে নিয়মিত ব্লগে আসা কখনও ভুল হয় না । শত কাজ থাকুন দিনে অন্তত একবার এই সামু পাড়ায় না আসলে ঠিক ভাল লাগে না । ঠিক যেমন দিনে প্রেমিকার সাথে একবার অন্তত কথা না বললে মনে হয় দিনটাই মাটি হয়ে গেল তেমনি সামুতে একবার ঢু না মারলে মনে হয় কি যেন আজকে করা হয় নি ! এই ভালবাসা কোন দিন যাওয়ার নয় ।
দেখতে দেখতে ছয়টা বছর কেমন করে কেটে গেল । কত মানুষের সাথে পরিচয় কত মানুষ আবার অচেনা হয়ে গেল । যাদের লেখা নিয়মিত পড়া হত তাদের ব্লগে আজ হয়তো যাওয়াই হয় না । ঠিক তেমনি ভাবে যারা আগে নিয়মিত আমার ব্লগে আসতো আজকে তারা কালে ভাদ্রে আসেন । ঠিক জীবনে আমরা যেভাবে এগিয়ে যাই । কারো সাথে পরিচিত হই কারো থেকে আবার দুরে চলে যাই ।তবে ব্লগ আছে আগের মত । আর এমনই থাকবে আশা করি । সেই সাথে থাকবো আমি নিজেও !
যাক এবার আমার ব্লগ পরিসংখ্যান দেখা যাক । ছয় বছর ধরে ব্লগিং করছি একটু দেখেন কত গুলা পোস্ট করছি
পোস্ট মোটামুটি ৯৬৬টা । অনেক গুলো । তবে সেটা আগের বছরের তুলনাতে অনেক কম !
গত বছরে পোস্ট ছিল আর বেশি । এবং দিন দিন পোস্ট বাড়লেও পোস্ট দেওয়ার হারটা কমে আসছে ।
গত বছরের পরিসংখ্যান
তবে এই বছরে যে জিনিসটা বেড়েছে সেটা হল আমার ব্লগের হিটের সংখ্যা ! এই বছরে হিট ছাড়িয়েছে প্রায় সাতে ১৩ লক্ষের কাছাকাছি । বলতে খানিকটা লজ্জা লাগছে যে এটা সামু ব্লগারদের ভেতরে এখনও পর্যন্ত সর্বোচ্চ হিট প্রাপ্ত একক ব্লগ !
কিন্তু গত বছর এই হিটের পরিমান ছিল নয় লক্ষের মত !
আগের বছরের কিছু ব্লগ পরিসংখ্যানের স্ক্রিনশট ।
আরেকটা
আরও কিছু ছিল কিন্তু খুজে পাচ্ছি না ।
ব্লগের বছর পূর্তি আসলেই অনেক কিছু লিখতে ইচ্ছে করে । অনেক কথা লিখতে ইচ্ছে করে । এতোদিন যাদের সাথে ব্লগিং করে এসেছি তাদের সবার কথা বলতে ইচ্ছে করে কিন্তু লিখতে বসে আর কিছুই মনে থাকে না ।
আজও আর কিছু লিখবো না । কেবল তো মাত্র ছয়টা বছর কাটালাম । ব্লগে যখন এক যুগ কাটাবো তখন একটা গ্রান্ড পার্টি দিব ঠিক করেছি । সবাইকে দাওয়াত দিলাম এখন থেকেই !
ব্লগ টিকে থাকুক আজীবন । ব্লগের সাথে আমার সুখ দুঃখ হাসি কান্নার স্মৃতির দেওয়াও টিকে থাকুক সারাটি জীবন !
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৯