মানুষ মাত্রই পরিবর্তনশীল । কেবল মানুষই না এই দেশ সমাজ রীতিনীতি আকার ঐতিহ্য সবই পরিবর্তনশীল । আমরা আগে কেমন করে দিন পার করতাম আর এখন সেই বয়সী বাচ্চারা কেমন করে দিন পার করে । দুইটার ভেতরে পার্থক্য আছে তার মানে এই নয় যে এইটা হয়তো খারাপ আমাদের টা ভাল ছিল । আসলে সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয় আর পরিবর্তনকে মেনে নিয়েই এগিয়ে যাওয়া হচ্ছে মানব সভ্যতার মুল মন্ত্র । তবুও কিছু কিছু পরিবর্তন কেমন জানি চোখে লেগে থাকে । মেনে নিতে কষ্ট হয় । তেমনই কিছু পরিবর্তনের ছবি নিয়ে আজকের পোস্ট !
আগে রেজাল্ট খারাপ হলে বাবা মায়েরা ছেলে মেয়েদের দোষ মনে করতো আর এখন মনে করে শিক্ষকদের দোষ
ব্যবহার কারীর আকার ছিল ছোট আর কম্পিউটারের আকার ছিল বড় এখন হয়ে গেছে উল্টো
আগে ব্যায়াম কিংবা জগিং করার আগে পরে কি করতো আর এখন কি করে
সময় কাটতো যেভাবে আর এখন কারে যেভাবে
গেট টুগেদার আগে আর পরে
তখন আর এখন টয়-কার থেকে ট্যাবলেট
তখন শেয়ারিং মানে যা ছিল আর এখন আমরা যা বুঝি
ছুটির দিন গুলো কাটতো তখন আর এখন
টিভির আকার তখন আর এখন সেই সাথে টিভি যে দেখছে তারও আকারের পরিবর্তন
তখন যে সেলফোন ব্যবহার হত আর এখন যে ফোন ব্যবহার হয়
আগে মুভিতে স্পেশাল ইফেক্ট তৈরি হত যেভাবে আর এখন হয় যেভাবে
ভিডিও গেইম তখন আর এখন
বেচারা বিলাই
মোবাইল ফোন
টিঠি পত্র আর ইমেইল ।
আমার বয়স টা এরকম যে আমি এই দুই পরিবর্তনের সব টুকুই যেন দেখতে পাচ্ছি নিজের চোখে । কিন্তু এখনকার ছেলে মেয়েরা অনেক কিছু জানেই না । আমার ক্লাস ফাইভে পড়া ছাত্রীকে সেদিন বললাম যে আমাদের একটা টিভি ছিল যেটার কোন রিমোট ছিল না । রিমোট কন্ট্রোলার ছাড়া যে টিভি হতে পারে এই তথ্যটা সে বিশ্বাসই করতে পারে নি । এরকম আরও কত কিছু হয়তো এখনকার ছেলে মেয়েরা জানতেই পারবে না ।
সকল ছবি ফেসবুক থেকে সংগ্রহকৃত
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ রাত ৮:১৭