দলে দলে সব মানুষজন ব্লগ ছেড়ে এখন ফেসবুতে লেখা লেখি করে । বিশেষ করে সামুর সব ব্লগার এখন ফেসবুকে চলে গেছে ।
কিন্তু কারন টা কি ? কেন সামু থেকে ফেসবুক বেশি জনপ্রিয়তা পাচ্ছে ?
আগেও ফেসবুক ছিল কিন্তু তখন তো সবাই সামুতে লিখতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করতো !
আসুন এর পেছনের কারন গুলো একটু দেখা যাক ! যদিও কারন গুলো আমি নিজে নিজেই খুজে পেয়েছি ! আপনারা নাও খুজে পেতে পারেন অথবা কিছু কারন আমি খুজে পাই নি আপনারা পাবেন হয়তো !
১. সামুর সার্ভার ডাউন হয়, ফেসবুকের হয় না ! হলেও তা সংখ্যায় সামু থেকে অনেক অনেক অনেক কম ।
২. সামুর টেকনিক্যাল সমস্যা এতো বেশি যে গুনে শেষ করা যাবে না । অন্য দিকে মানুষকে ফেসবুক ব্যবহারের সময় টেকনিক্যাল সমস্যার সম্মুখিন হতে হয় না বললেই চলে !
৩. সামুতে মডারেশনের প্রতি অভিযোগের শেষ নাই, ফেসবুকে সেই সমস্যা নাই ।
৪. লীগারদের মতে সামু ছাগুর আখড়া, জাতীয়তাবাদীদের মতে সামু হাম্মার আখড়া, জামাতের মতে সামু নাস্তিকের আখড়া ! এরা মনে করে সামুতে তাদের প্রতি বেশি কঠোর, আবার ওরা মনে করে সামু তাদের প্রতি বেশি কঠোর বিপরীত দলের প্রতি বেশি সদয় ! মজার ব্যাপার হচ্ছে দুই দলেরই কিন্তু একই অভিযোগ ! ফেসবুকে এই সমস্যা নাই !
৫. সামুতে আছে সিন্ডিকেটবাজী । আর ফেসবুকে আছে সেলিব্রেটিবাজী ।
৬. সামুতে এডমিন প্যানেল আছে, যদিও তাদের দেখা যায় কম অন্য দিকে আপনার ফেসবুকে আপনি নিজেই এডমিন । কেউ কিছু বলতে আসলেই, খবর আছে ।
৭. ব্লগে কোন অসত্য তথ্য দেওয়া একটু ঝামেলার কাজ, ব্লগের মানুষজন একটু পড়া শুনা করেতো ঠিক ধরে ফেলে । ফেসবুকে সেই ঝামেল তুলনা মূলক ভাবে কম !
৮. কাট কপি পেস্ট সামুতে কইলেই কট খাবেনই নিজে যদি লজ্জাবোধের অভাবে পোস্ট রিমুভ না করলেও কর্তৃপক্ষ ঠিকই সেটা সরিয়ে দেয় কিন্তু ফেসবুতে ধরা খাওয়ার সম্ভাবনা তুলনা মূলকভাবে কম ! ধরা খেলাও পোস্ট রিমুভের সম্ভাবনা কম যদি না আপনার চক্ষু লজ্জা না থাকে ।
৯. সামুতে আপনি না চাইলেও যে কারো পোস্ট আপনার চোখের সামনে চলে আসবে । কিন্তু ফেসবুকে এমন টা হওয়ার সম্ভাবনা কম । অনেকটা উটপাখি যেমন গর্তে নিজের মাথা লুকায় তেমন !
১০. সামুতে লিখতে গেলে খানিকটা দায়বদ্ধতা থাকে, ফেসবুকে মনে যা আসে তাই লেখা যায় !
১১. সামুতে ফলোয়ার অপশান যদিও আছে তবুও মানুষকে দেখানোর উপায় নেই যে আপনার ফলোয়ার সংখ্যাটা কত ! ফেসবুকে আপনার প্রফাইলে সেটা জ্বলজ্বল করে ।
১২. কেবল চেহারা দেখিয়ে সামুতে হিট হওয়া কিংবা ফলোয়ার সংখ্যা বাড়ানোর উপায় নেই ফেসবুকে আছে ।
১৩. বস্তি থেকে উঠে আসা কিছু বস্তির মানুষজন কিছুতেই তাদের মুখের ভাষা কন্ট্রল করতে পারে না । সামুতে আসলে তাদের জন্য একটু সমস্যা হয় যায় বইকি । ফেসবুকে অবশ্য সেই সমস্যা নাই ।
১৪. অটো লাইক এবং অটো কমেন্ট ফেসবুকে আছে সামুতে নেই যদিও মাল্টিনিক এবং অটোফ্রেসার আছে কিন্তু সেটা যথেষ্ঠ ঝামেলা পূর্ন কাজ । মানুষজন আবার ধরেও ফেলে ।
১৫. নিজের এলাকায় সবাই যেমন বাঘ তেমনি নিজের আইডি সবাই বাঘ ! কিন্তু ইতিহাস বলে সামুতে অনেক বাঘই ছাগলে রূপান্তরিত হয়েছে নিজের আইডিতেই ।
১৬. ফেসবুকে যে কাউকে ইচ্ছে মত গালী দেওয়া যায় নিশ্চিন্তে ! সামুতেও যায় তবে অতটা সহজ না আর কি । আইডি ব্যান হওয়ার সম্ভাবনা থাকে আর কি ! যদিও পক্ষপাতের অভিযোগ ওঠে প্রায়ই ।
১৭. যে কোন কাজে ফেসবুকার টা লাইক কমেন্ট করেই মনে করে খুব বড় কিছু করে ফেললাম ! কিন্তু ব্লগাররা কিছু উদ্দ্যোগ নিলে সেটা বাস্তবে রূপান্তর করার চেষ্টা করে অন্তত আগে করতো । এতো ঝামেলার ভিতর কেডায় যায় ! এর থেকে ফেসবুকই ভালা !
১৮. সামুতে ফটো আপলোড করতে মাঝে মাঝে সমস্যা হয়, চাইলেই সব টাইপের ছবি আপলোডও করা যায় না । কিন্তু ফেসবুকে এই সমস্যা নাই । যত ইচ্ছা যেমন ই্চ্ছা যেও টাইপের ইচ্ছা ফটো আপলোড করা যায় নিশ্চিন্তে ।
১৯. নিজের আকাম কুকাম সব কিছু আইডি বন্ধ করার সাথে সাথে ফেসবুক থেকে গায়েব হয়ে যায় । সামুতে এমন করে গায়েব হয় না এমন কি আইডি ব্যান হইলেও
২০. ফেসবুকে কোন একটা কমেন্ট করে যদি মনে হয় ভুল হল তাহলে সেটা এডিট করে কিংবা মুছে ফেলে যায় কিন্তু সামুতে একবার কিছু বলে ফেললে ধরা খেয়ে যেতে হয়
২১. সামুতে আইডি খোলার পর অনন্তকাল ধরে অপেক্ষা করতে হয় লাইক কমেন্ট করার জন্য ! ফেসবুকে পরিপূর্ন একাউন্ট খোলার আগেই লাইক কমেন্ট করার অধিকার চলে আসে !
২২. নির্বাচিত পাতা নিয়ে মানুষের অভিযোগের শেষ নাই । ফেসবুকে নির্বাচিত পাতাও নাই অভিযোগও নাই !
আপাতত এই মনে আসতেছে । আপনাদের আর কিছু জানা থাকলে বলতে পারেন । এড করে দিবো !
আরও কিছু মৌলিক পার্থক্য লিখেছেন সাইফ সামির এই পোস্টে । যদিও সেটা সমগ্র ব্লগকে কেন্দ্র করে লেখা !
আবারও বলি এটি একটি ব্যক্তিগত মনভাব থেকে উদ্ভাবিত বক্তব্য । আমার যা মনে হবে আপনারও যে তাই মনে হতে হবে এমন কোন মানেই !