কারেন্ট চলে গেলে কেউ কেউ সরাসরি ইউপিএস বন্ধ করে দেন, কারন মনিটর অফ করা থাকে( মনিটর ইউপিএস এর ব্যাক-আপে থাকে না)। আমিও মনিটর অফ করে রাখি যাতে কারেন্ট গেলে সিপিইউ টা অন্তত কিছুসময় ধরে চলতে পারে।
জানেন কিনা জানি না...... উইন্ডোজ সিস্টেমে আপনি কিছু শর্টকাট-কী ব্যবহার করে মনিটরে না দেখেও দ্রুত কম্পিউটার শাট ডাউন করতে পারেন।
press Windows key-U-U
পরপর (একসাথে না) এই ৩ টি key press করলে কম্পিউটার শাটডাউন হবে যদি Windows key press করার পর U key তে শাটডাউন বক্স ছাড়া অন্য কোন program না চালু হয় এবং যদি কোন Unsaved program চালু না থাকে।
এছাড়া Hibernate অপশন ব্যবহার করতে পারেন। Hibernate অপশনে সুবিধা হল..... উপরের limitation গুলো Hibernate এ Overcome করা সম্ভব আর Hibernate করলে চালু থাকা কোন program বন্ধ হবে না। Next time যখন কম্পিউটার Power On করবেন তখন দ্রুত কম্পিউটার চালু হবে এবং আগের সব বন্ধ না করা program গুলো চালু দেখতে পাবেন। তবে এই সুবিধা দেবার কারনে Hibernate আপনার Hard Disk এর কিছু জায়গা (RAM এর সমপরিমান জায়গা) সবসময় দখল করে রাখবে। Hibernate enable না থাকলে Control Panel থেকে "Power Options" open করে Hibernate ট্যাব এ ক্লিক করে "Enable Hibernate" এ Check দিয়ে দিন। এবার ইচ্ছা করলে Hibernate এর জন্য Hot key হিসেবে "Power Options" এর "Power Schemes" ট্যাব এ গিয়ে "When I press power button in my computer" এই লিস্ট-এ Hibernate সিলেক্ট করে দিলে যখনই আপনার কী-বোর্ডের Power Button press করবেন কম্পিউটার Hibernate হবে। এছাড়া Hibernate করার আরও একটা শর্টকাট কী হল -
press Windows key-U-H
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৪