সুঁই এর ফুটো ধরে চালুনির ছ্যাঁদা
খেদ ঝেরে জেদে বলে ফোঁটা তোর ল্যাদা!
কোকিল আর কাকে করে,ঠেলাঠেলি মেলা ,
তুই হলি একছের জন্মের কালা !
হক্বের ডিলার সব,করে হক্ব খেলা,
আমিই হক্ব,তুই বাতিল,“লও লও ঠ্যালা”।
চারদিকে এখন শুধু হইচই চিৎকার ,
ভাষা নেই,লাগাম নেই,গজবি ম্যাতকার।
আদবের নাম করে হরদম বেয়াদবি,
কেডা কয় দেই গালি,বলে কোন হারামজাদী ?
তরীকা,মারেফত,শরীয়ত,খেলাফত,
স্ব-স্ব ব্যবাসার,নিশান উড়ে পতপত।
“দাড়ি আর জোব্বাতে” আমিই তো রাহবার,
“মৌলভি“ বাকীগুলো বাতিলের কারবার।
এ কয় ওরে ধরে,নাসারার দালাল,
মাতালের মত এরা,মৌলভি টাল।
শয়তান হেসে বলে,”আজীব ব্যাপার।”
চারিদিকে উঠে রব,
ওরে বাটপার,ওরে বাটপার।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:৫১