দিন কয়েক আগে শুনলাম "এ্যকন" বাংলাদেশের স্টেডিয়াম মাতিয়ে এসেছেন। আবার ইদানীং নাকি অলিতে গলিতে পাড়া মহল্লায় বাচ্চাদের মুখে মুখে হানি সিংয়ের চার বোতাল বোদ্কা গুঞ্জরিত হয়। আর বিয়ে-শাদির অনুষ্ঠানে তো এই ভাঙ্গরা স্টাইল হিপ-হোপ বা র্যাপ মিউজিক ছাড়া আজকাল লাগসই হয় না ! সত্যিই, চমৎকার এগিয়েছি আমরা। সাংস্কৃতিক বহুমাত্রিকতায় আমিও বিশ্বাস রাখি, তাই ইচ্ছে ছিলো পাঠককে হিপ হপ সংগীতের সাথে পরিচয় করিয়ে দিবো। কিন্তু কী ভেবে যেনো হঠাৎ করেই মাথায় গল্প উঁকি দিয়ে বসলো। গল্পের শেষক্ষেপণ বিচক্ষণ পাঠকের হাতেই ছেড়ে দিলাম। They are far experienced than me; I believe so...
গল্প শুরু:
হেই ফেন্ডস্ দিস ইস অন্ধবিন্দু ফিচারিং ভিক-ই ফাকিরা
নট ফ্রম ইন্ডিয়ায়য়য়া, ইটস নূয়্যর্ক আমরিকা ... হাহ হা
মামমা তুমমি তাড়াতারড়ি খব্বর দেওও মামমিরেএএএ
দেখো আমি লইয়া আইছি, আমআর গার্লফ্রেন্ড সকখিরে।
সকখি তুমি জানো না-কি ! ভাইগ্নাআ আমি একটাইই
মাম্মা আমমার খুব অসাম আছেন,
মোদের কোনোঅ চিন্তা নাইই।
ইয়েস ইয়েস মাই বেব্বি, আই এম টু-মাস ক্রেজজি
ইউ আর মাই জু-লি-য়েট, সেখ ইট সেখ ইট লাইক ফ্রিকিই
হেলোও মামমি ভালা আছি, কী খবর তোমার কও
টুকটুইকা এই মাইডা বানামু আ-ম-মা-র বউ
দেইখা রাখো চিইনা রাখোওও
এক কথথার পোলা আমি
বাপ-মায় রাজি না ওইলে,
ভাইগা যামু হাঁচা কই !!!
নাথিং ক্যান স্টপ আস, উই আর জোড়া ডায়ামন্ড
পিরিতি পিরিতি একা দোক্কা ইটিস পিটিস সারাক্ষণ
চিকনা-ফর্সা চেহারাটা জবর রকম ফিহ-গা-র
তোমার লাগি কন্যা আমার, ডেডিকেটেড জি-গা-র
[হটাৎ, অদূরের এক বস্তি থেকে বেসুরো গান/কলি ভেসে আসতে থাকলো]
তোমার ঠোটের লা-ল লিপিস্টিক্
আ-মা-রে বানাইছে চুমা-বিদ/
হাঁটো য-খ-ন দুলাইয়া সুরু কো-মর
আমি সোনার যৌ-ব-না ভ্রমঅর/
[এই শুনেতো ভিকি ফাকিরা দারুণ বিরক্তির সহিত—]
ওহ্ গড ! হোয়াট এ ইরিটেটিং সাউন্ড। যত্তসব আনকালচারড লিসএনার ফালতু যত ব্যুডি গান শোনে। শিট্ শিট্। মুড অফ গেলো। দোস্ত লিরিক্সটা নিয়া বিকেলে আবার ওয়ার্ক হবে, এখন থাক।
ঔকে বাডি। সি-য়্য !
অন্ধবিন্দু | সামহোয়্যার ইন...ব্লগ
ছবি অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়েছে।