ঘুরলাম উড়লাম
ওমর বিশ্বাস
সারাদিন ঘুরলাম
ডানা দুটো মেলে দিয়ে উড়লাম
বাসা থেকে স্কুল – তারপর হাওয়া
ঘুরে ঘুরে এটা ওটা খাওয়া।
পানি পথে তুলে ঢেউ মিশে থাকি বাতাসে
রং নিয়ে রংধনু নীল সাদা আকাশে ।
যেতে যেতে দেখা হয়
থই থই কিনারটা
দেখি খুব উঁচু ওই মিনারটা
আকাশের বুক ছুঁয়ে দাঁড়িয়েছে
কেউ আজ কোথা যেন হারিয়েছে।
আমরাও কেন তাই পারব না ঘুরতে
ডানা মেলে বাতাসেতে উড়তে।
ঘুরে ঘুরে খিদে হলে
এটা ওটা খাচ্ছি আনন্দ পাচ্ছি।
আমরাটা টক ছিল যদিও তা খুব না
সূর্যকে বলা আছে আজ তবে ডুব্-না।
জাম্বুরা তাও ছিল কিছু কম মিষ্টি
চকলেট খেয়ে দেখি জিবে ঝরে বিষ্টি।
খেয়ে নেই সিংগাড়া গোটা কয়
সাথে কাঁচা লংকা
ঝাল ছিল খুব তার বাড়ে তাই শংকা।
তবু খাই পাকা পেঁপে কলা আর জুস
মনটাও ভালো আজ মেজাজটা খুশ।
সারাদিন কেটে যায় ফুরফুরে বেশ
তবু যেন হয় নাকো ঘুরাঘুরি শেষ।
পথে ঘাটে কত কিছু শিখলাম
কিছু তার লিখলাম।
এতটুকু ভাঁজ দিয়ে বন্ধুর লকেটে
বাকি কথা লিখে রাখি কবিতার পকেটে।
০৮.০৯.২০১৮
ছবি: ইন্টারনেট
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২