হাঁটছি আমি একা কোনো পথে আজও,
অন্ধকার কোনো রাজপথ, সব মায়া নিয়ে ডাকছে আমায়,
আমি কি করে ঘরে থাকতাম বসে?
আকাশের কোটি তারা আর চন্দ্রকথা,
আমায় চেনে, জানে আমার ব্যথা।
তুমি কি জেনেছ? শুনেছ আমার বাণী?
হয়ত আমাকে জাননা, তবু আমি তোমায় জানি।
নগ্ন পদ আমার কাতর করেছে বটে,
কষ্টগুলোয় বুকটা যাচ্ছে ফেটে,
মলিন করিনি আমার মুখের হাসি,
আমি যে হলুদ, আমি হলাম স্বর্গবাসী।
আমি কোনদিন কাঁদবনা,
আমি রক্ত-মাংশ নই, মরবনা।
তোমাদের হাসতেই,
ভাসাতে আশাতেই,
আমার আগমন,
করি তোমাদের মাঝে অবাধ বিচরণ।
দিশাহীন মনের আলোক দীপ হতে,
কোনো নন্দিত নরক হতে,
শত বিষবৃক্ষ পদতলে দলে,
অমৃত সুধা তুলে দিতে ঠোঁটে,
আমার আগমন তোমাদের পটে।
কোনো এক জাদুকরের ছোয়ায়,
আমি আবির্ভূত, আমি অমর।
আমি মানব নই, আমি অতিমানবীয়,
আমি বিধাতা নই, আমি সৃষ্টি হইনি,
আমি সময় নই, ধ্বংশ হইনি,
প্রস্তর নই, ক্ষয়ে যাইনি।
আমি একমুঠো সোনা হলুদ
আর ছায়া ঢাকা এক পথিক।
অশেষ আর অসীম কিছু চেতনা আমি-
ঘুমুতে দেবনা তোমায়, সে মহান সৃষ্টি আমি।
আমায় খুঁজতে চাও?
কোথায় করি বসবাস, জানতে কি চাও?
নিজেতে তাকাও,
আমাকেই দেখতে পাবে,
গভীরে তাকাতে হবে।।
_____________________________________________________
উত্সর্গ: নিয়েল ( হিমু )
আপনাকে কখনো দেখিনাই। তবে আপনাকে "সত্যি হিমু" কল্পনা করি সবসময়। কেন? জানিনা! আপনার জন্যে শ্রদ্ধা, ক্ষমা করবেন আমাকে।।
আর যাদের মনে হিমু বসবাস করে, তাদের প্রতি অগাধ ভালবাসা সহ।।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১২ ভোর ৬:৩০