১) প্রথমেই ফোনটি হাতে নিন এবং খুব ভালোভাবে দেখুন কোথাও কোনো দাগ আছে কিনা। এই জন্য দিনের বেলা দেখলে ভালো হয়।
২) ফোনটি আনলক করুন এবং নিজের মোবাইল নম্বরে কল করুন এবং আপনার ফোনটি বিক্রেতার কানে ধরিয়ে দেন। তার সাথে ১ মিনিটের মত কথা বলুন এবং লক্ষ রাখুন কথা বলতে এবং শুনতে কোনো সমস্যা হচ্ছে কি না।
৩) ফোনটিতে ক্যামেরা থাকলে তা চালু করে কয়েকটি ছবি তুলুন, পারলে গোপনে বিক্রেতার ও একটা ছবি তুলে ফেলুন যাতে ফোনটির কারণে কোনো সমস্যা হলে আপনি প্রমাণ রাখতে পারেন । লক্ষ রাখবেন ছবি গুলো ঘোলা আসছে কি না, যদি ঘোলা আসে তার মানে ফোনের কেসিং পরিবর্তন করা হয়েছে। ফোনের ফ্লাস থাকলে ওটাও চেক করুন।
৪) ফোনের রিংটোন সেটিং এ গিয়ে রিংটোন বাজিয়ে ফোনের স্পিকার ও ভাইব্রেশন ঠিক আছে কিনা দেখুন।
৫) ফোনটি টাচ স্ক্রিনের হলে ডিসপ্লের সব জায়গায় টাচ করে দেখুন সব জায়গার টাচ কাজ করছে কি না। কিপেড থাকলে ওগুলো ও চেপে দেখুন কাজ করে কি না।
৬) সর্বশেষে আপনার সিমটি ফোনটিতে ঢুকিয়ে অন করুন এবং বিক্রেতার কাছ থেকে চার্জার, ডাটা কেবল, হেডফোন, বক্স ইত্যাদি বুঝে নিন।
৭) এবার টাকা দেওয়ার পালা, এখন একটা ট্রিক্স দিবো, আপনি টাকা যেভাবেই নিয়ে যান না কেনো টাকাটা তাকে নিয়ে কোনো এটিএম বুথের ভিতরে দিবেন। কেনো? কারণ সব এটিএম বুথেই ২৪ ঘন্টা ভিডিও রেকর্ড হচ্ছে, তাই আপনার লেনদেনটা ও রেকর্ড হয়ে গেলো , এটা একটা সাবধানতা। মানতে হবে এমন কোনো কথা নাই।
*** লেখাটি সম্পূর্ণ আমার ৫ বছরের অভিজ্ঞতা থেকে লেখা। এই পর্যন্ত আমি প্রায় ১০০টির অধিক ফোন কেনা বেঁচা করেছি অনলাইনে কারণ আমার ফোন পরিবর্তনের একটি নেশা আছে। দয়া করে কেউ লেখাটি আমার অনুমতি ছাড়া ব্যবহার করবেন না।
সময় হলে এটাও দেখুন
অনলাইনে ব্যবহৃত ফোন কিনার আাগে ৬টি গুরুত্বপূর্ণ টিপস (Before Buying)
১. ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৫ ০
আমি একবার একটা সেট কম দামে পেয়ে এত উত্তেজিত ছিলাম যে সেট টা ভালো মত চেক না করেই কিনে ফেলি। পড়ে বুজছি কি বিশাল বাস টা খাইছি। তাই এইতাও অ্যাড করে দেন
**। সেলার বা বায়ার এর সাথে আগেই কথা বলে রাখুন সেট পছন্দ না হলে আপনি কিনেবেন না । শে ক্ষেত্রে বায়ার বা সেলার বলতে পারবেন না এত দূর তাহলে কেন আনলাম উনাকে। যদি বায়ার বা সেলার রাজি থাকে তবে দেখা করার জায়গা ফিক্সড করুন।