কথা দাও- সত্যি এবার ভুলে যাবে আমাকে
বলো, আমাকে অভিশাপ দেবে জন্ম-জন্মের মত?
ঠিক যেভাবে উন্মাদের মত ভালোবাসতে আমাকে-
যেভাবে ডাকতে সর্বনাম ধ'রে-
ভীরু প্রেমিক, বলো আর আমাকে ডাকবে না একলা ঘরে।
একরাত্রে বুকে মাথা পেতে যেভাবে শুনেছিলে মহাভাঙনের শব্দ-
যেভাবে শুনেছিলে মেঘের ডাক, জোয়ার জলের শব্দ-
সংযত প্রেমিক, বলো আমাকে লণ্ডভণ্ড করে দেবে ঝড়ের মত!
বলো, আমাকে জলাঞ্জলি দেবে; বিসর্জন দেবে চন্দ্ররাতে?
তোমার সমস্ত অবেলার সব ভালোবাসা নেব না আমি-
সত্যিকার একাকিত্বের বড্ড প্রয়োজন আমার;
কথা দাও হে অল্পপ্রাণ প্রেমিক,
আমার মৃত্যুতে বাজবে একশ' তীব্র ভায়োলিন।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৩