অনেক কথা অনেক অনুভূতি যা যা জমা থাকতে পারে মানুষের মনে
আমার মনেও রোজ জমে ঠিক তা’ই তা’ই।
হয়ত আমারও কেউ আছে তেমন কেউ, যাকে বলে প্রেমিক কিংবা স্বামী ---
হয়ত তাকে আমি বাসি ভালো -
তবুও তো ভালোবাসা-
সরলরৈখিক সমীকরণ নয় -
আমি তাই প্রেমে পড়ি যার তার;
যেখানে সেখানে খুঁজে বেড়াই একজোড়া নীল চোখ।
আজকাল আশেপাশে যত মানুষ দেখি মনে হয়-
প্রায় প্রত্যেকেই চোখে আলাদা একটা মায়া নিয়ে তাকায়,
কী জানি কেউ কেউ হয়ত মাথায় নরম হাত রেখে জিজ্ঞেস করতে চায়-
‘ভালো আছো?’, ‘শরীর ভালো?’; বড্ড আদুরে।
সেই যে বহুদিনের অপেক্ষা - সে কী আমাকে বাসবে না ভালো?
এই যে আমার দ্বিমুখীতা---- সে কী আমাকে দেবে না অভিশাপ?
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৬