বাবুই পাখিরা চেয়েছিলো-
মাছরাঙাদের সাথে হোক
জীবন বদল।
বাবুই পাখিরা চেয়েছিলো-
ধুয়ে যাক লবণের বিষ।
বীজ ফুল মধুরেণু সাথে
আরও থাক নিরেট আমিষ।
বাবুই পাখিরা চেয়েছিলো-
বহমান জলের দখল।
বাবুই পাখিরা ভেবেছিলো-
জলের ছলাৎ ধ্বনি, বুঝি
তাদেরই আয়না।
নদীটির দুই ধার- স্বপ্ন
চোরাঘূর্ণিগুলো বহু চেনা!
বাবুই পাখিরা ভেবেছিলো-
বয়নের মন্ত্র দিয়ে পাল্টে দেবে প্রবাহের দিক
বোকা মাছেরাও হবে সুরের শরিক।
বাবুই পাখিরা তাই জড়ো হল নদীর কিনারে
আহা! জল, কেন তুমি, যাচ্ছ সরে সরে
গলায় বিঁধেছে কাঁটা? নাকি ফের ট্যুডোরের জল্লাদ শেকল?
জলের মঙ্গলগীত গায় দ্যাখ্ গাধাদের দল!
একটি বাবুই শুধু বহুদূর মরুভূর পাড়ে
মাছ আর জল ছেড়ে অনেক অনেক দূরে!তবু
ঠোঁটে তার- আলেয়ার মতো আজও মাছেদের মন।
বাবুই কি ফিরে পাবে মাছরাঙার রঙ!
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৫ দুপুর ১২:৩২