যুবকটি জবুথবু, তবু ছুটছে সমুদ্রের পাড়
যুবতীটি প্রাণোচ্ছল, বাঁধা ওর বাহুর বন্ধনে;
দূরে এক ঝাউ-বন ছড়াচ্ছে আমিষ গন্ধ, আর
জাগিয়ে তুলছে ঢেউ, সীমা-ক্লান্ত নাবিকের প্রাণে।
আমিও তো ছুটে আসি তোমার সৈকতে
নিস্তরঙ্গ থেকে একা কুড়াই বিষাদ;
মিথ্যা মিথ্যা ভাব-ভাষা ধোঁয়াশা বালিতে
খুঁজে ফিরি-- সূক্ষ্ম শ্বেত-কাঞ্চনের স্বাদ।
যুবতীর স্থূল বুকে মাথা রেখে, যুবকটি অশ্বের চেয়েও বেশি সুস্থ
তোমার নৈঃশব্দ্যে আমি, অমরত্ব চেয়ে, মৃতকল্প কিংবা মৃত।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৬