সুস্মি, মনে পড়ে ?
সেই লালধূলি সন্ধ্যা, ধোঁয়াটে নৈঃশব্দ্য?
ছেঁড়া ছেঁড়া বাতাসের রোমকূপে হারানো রোদের বিন্দু?
মনে নেই তোমার? ওই যে......
জোড় মুনিয়ার কণ্ঠ বয়ে গেল আমাদেরই মাঝে
তড়িতাহতের মতো তুমি শিউড়ে উঠলে,
বললে- যদি আমরাও উড়ে উড়ে ভাসতাম জলে!
কতো কতো সবুজ সকাল গেল মরালের ওড়া আর ভেসে চলা দেখে।
আমাদের ক্লান্তিহীন বীক্ষমাণ চোখগুলো তবু থামল না!
খুঁজেই চললো......খুঁজেই চললো......
সুস্মি,তুমি আজ এক ভীষণ সি-মোরগের পিঠে
উড়ছো, ভাসছো,ডুবছো ডুবছো......
আর পুনঃ বিস্ফোরণে কেঁপে কেঁপে উঠছো।
মনে পড়ে, কখনও এমন চেয়েছিলে?
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৬