আমরা দুজন থেকেছিলাম পানসে মেঘে মেঘে
দূর-পাহাড়ের নীরবতায় ছায়া ছায়া জেগে;
শ্বেতী-দাগী দুটি পাখি ঠোঁটে মাখামাখি
কণ্ঠ ছিল ভিন্ন; বেসুর সুর মিলে মিশে
ছন্দ হত তবু; আর অন্ধ সে-খুনসুটি
কেউ কি দেখতে পেত? হয়তো দেখার চোখ ছিলনা।
অনুভবে চুপিচুপি আমরা ছিলাম মিশে-
যেমন করে ঠাসবুনোনে মলিন রঙিন স্মৃতি
এক জীবনে থাকে; যেমন করে একি বনে
বৃক্ষলতা পত্র-ছায়ায় মিহি কথায় হারায়;
আমরা দুজন ঠিক তেমনি ছিলাম; মেঘে মেঘে
সাদা-কালো দিন কাটাতাম, রাত কাটাতাম; শুধু
কলঙ্ক-দাগ পীড়া দিতো- কোথায় যেন
গুড় গুড় গুড় শব্দ হতো- বৃষ্টি হতো যদি?
নিচে ছিল রঙ; অচিন সব রঙ
শতরঞ্জি পাতা রেশমি জলে
রঙের পরিচলন।
তাই দেখে না দুজন,দীর্ণ করে মেঘের বলয়
চ্যুত হলাম হীরক জলে তুলোর মতো ঝরে।
তারপর খুব বৃষ্টি হল; শন শন শন হাওয়া!
উড়িয়ে নিয়ে এলো; এই কোন আঘাটায়?
কলঙ্ক-দাগ যেমন ছিল আছে। কেবল বাঁধনটুকুই ছিন্ন!
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪২