দীঘির ধারে রৌদ্রেপোড়া চিরোল হিজল নিদ্রাহারা
এক লহমার শুষ্ক হাওয়া মুঠোয় পুরে ঘুম এনেছে।
এখন যে তার ঘুম পেয়েছে
এক সাগরের ঘুম পেয়েছে।
দলছুট এক পিগমি ভেড়া ঘুরছিল চুপ বিজন তৃণেঃ
পথ ভুলেছে; ভয়াল ভীষণ ন্যাকড়ে ডাকে পথ চিনেছে।
প্রাণের ভয়ে পথ চিনেছে।
জীবন গানের সুর চিনেছে।
চিত্রাভাসেদুষ্ট ছবি ঠোঁটকাটা বক মুখ লুকিয়ে
কানকো ভাঙা সোনালী কৈ চোখ পুরে তার রঙ ঢেলেছে।
এখন সে যে রঙ মেখেছে
এক পৃথিবী রঙ মেখেছে।
হন্যে শিল্পী খুঁজেই মরে অতল জলে ভুলের নীলে
স্বর্ণকেশী বন্দী ছিল নীলপর্দা শার্সিতলে
সে কি তবে ভুল ভেবেছে?
জীবন-জীবন ভুল করেছে?
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৫ দুপুর ১:২৩