ক্যামেরার দোকানের অবস্থান সম্পর্কে ধারণা পেলেও যে রকম ক্যামেরা খুজতেছি তা পেলাম না। নেটে ঘাটাঘটি করে একটা মডেল ঠিক করছি।
অভিজ্ঞদের উপদেশ চাই।
প্রথমেই বলে নেই আমি শিখতে আগ্রহী। তাই সেটিংস অটো ও মানুয়াল উভয়ই থাকা আবশ্যক । কমপ্যাক্ট থেকে ফুলবডি পছন্দ করি। স্টাইলিস যে সব মডেল আছে তা দু চোখের বিষ।(যত স্টাইলিস তত রিস্কি এক্সপেরিমেন্ট করা।)

এখন যেটা পছন্দ করছি সেটা হইতেছে নাইকন p90। এটার ফিচারগুলো পছন্দ হইছে।
দাম দেখলাম ২৫০০০ টাকা। দামটা সেল বাজারের বলে বুঝতেসি না নতুনের দাম একই কিনা। যদিও অইখানে বলসে নতুন।
ক্যামেরা রেটিং ৮৩
এখন সাহায্য চাই:
কেউ কী এইটা ব্যবহার করসেন? করলে কেমন।
আর বাংলাদেশে নাইকনের ক্যামেরা কাদের কাছ থেকে কিনলে ভালো?
এইটার দাম নতুনের কেমন হইতে পারে?
এইরকম আর কি কি ক্যামেরা বাংলাদেশে পাওয়া যায়। দাম কেমন পরে?