
এখন আমার কথা, তাদের অই ফর্ম পূরণের সময় আমি বিবাহিত না অবিবাহিত এই তথ্যও দেয়া লাগসে। নেট কানেকশনের সাথে এর সম্পর্ক কি? এটা কি প্রতারণা নয়??? তারা একটা অফারের কথা বলে অসংখ মানুষের ব্যক্তিগত তথ্য নিসে কিন্তু এই বিষয়ে কেউ কোন কথা বলতেসে না।
তখন যারা রেজিস্ট্রেশন করসে তারা কি পেল?
তাদের প্যাকেজেও গন্ডগোল আসে। ছবির উপ্রে বাম দিকে দেখেনঃ

এইখানে লেখা আনলিমিটেড।
এই লিঙ্কে গিয়ে দেখেন ১ এমবিপিএস স্পিডেও গরমিল আসে!!!
তারা আসলে কোনটা দিবে???
কিউবী আর বাংলালায়ন এর প্যাকেজ তুলনা করলে দেখা যায় এক দেরশ টাকা পার্থক্যঃ


এই রেট কি আর কমানো গেল না।
বিটিসিএল যদি ৩০০০ টাকায় গ্রাহককে ১ এমবিপিএস আনলিমিটেড দিতে পারে তাহলে এরা আইএসপি হিসেবে আরো কম পায়। তাহলে গ্রাহককে কেন লিমিট দেওয়া?

লিঙ্ক
এর কারণ কি এই বিটিসিএল এর ওয়্যারলেস সার্ভিস নাই? সরকারের কি এই বিষয়ে কিছু করার নাই? সবশেষে বলবো এখনো আমরা আম জনতা গ্রামীণের কাছে বন্দী।


মাসে ২০ গিগা নামাইতেঃ
গ্রামীণঃ ৯৭৭ টাকা
বাংলালায়নঃ ৩৭৫০ টাকা
কিউবীঃ ৫২৫০ টাকা
তার মানে বাংলালায়ন / কিউবীর ১ এমবিপিএস লাইন= গ্রামীণের ১৬০ কেবিপিএস লাইন...

হিসাবে ভুল থাকলে কেউ একটু বলেন...
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩২