সেই বুয়েট। যেখানে কাটিয়েছি জীবনের বৈচিত্রময় কিছু সময়।
গতবার বিশ্বকাপ ফুটবল নিয়ে যা হয়েছে তাতে সারা দেশ এমনকি বাইরের দেশেও খবর হয়ে গিয়েছিলো। বিশ্বকাপ কে কেন্দ্র করে দীর্ঘদিন বন্ধ হয়ে গিয়েছিলো বুয়েট।
খবর পেলাম: বিশ্বকাপকে কেন্দ্র করে ছুটির দাবি নিয়ে বুয়েটের '০৫ ব্যাচের কিছু ছাত্রদের সাথে '০৬ ও '০৭ ব্যাচের কিছু ছাত্রের ব্যাপক সংঘর্ষ হয়েছে। অনেকে আহতও হয়েছে। ক্যাম্পাসে বিরাজ করছে ব্যাপক উত্তেজনা!!
-----------------------------------------------------------------------------
বুয়েটে গ্রীষ্মকালীন বা শীতকালীন ছুটি বলে কখনো কিছু দেখিনি। যাহোক: ছাত্রদের দাবির মুখে এবার কর্তৃপক্ষ ৫ সপ্তাহ ক্লাসের পর ২ সপ্তাহ ছুটি ঘোষণা করে। উল্লেখ্য, বিশ্বকাপ শুরু হয়েছে গত ১১ তারিখে কিন্তু কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে ২৬ তারিখ থেকে। ফলে ছুটি হবার কথা আর এক সপ্তাহ ক্লাস হবার পর।
এ নোটিস দেখার পর গত বুধবার রাতে কিছু ছাত্র পাল্টা মিছিল বের করে। এবং আজ শনিবার সকালে ক্লাস অবরোধ করে। এসব নিয়েই পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়।
তবে জানা তথ্যসূত্র মতে এই সাংঘার্ষিক পরিস্থিতি তৈরি হয়েছে রাজনৈতিক ইন্ধনে!!
এটা নিয়ে রাজনৈতিক দলগুলো পরিস্থিতি ঘোলাটে করে যে যার মতো ফায়দা নেয়ার চেষ্টা করবে। আরো পিছিয়ে যাবে ছাত্ররা। পিছিয়ে যাবে দেশের ভবিষ্যত!!! এটাই বোধহয় নিয়তি!!
--------------------------------------------------------------------------
বুয়েটের জন্য চরম একটি সত্য বাক্য : যারা ফাইনাল লেভেল/সেমিস্টারে থাকে তারা সমসময় অবস্থান নেয় এ ধরনের ছুটি বা বন্ধের বিপক্ষে! অথচ তারাও হয়তো জুনিয়র থাকার সময় একই ভাবে আন্দোলন করেছিলো!!
আমরা নিজেরাই যেন নিজেদের উল্টো প্রতিবিম্ব!!
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১০ দুপুর ১২:৫৫