মনে করেন , একটা বক্সে এক বোতল বিষাক্ত গ্যাস আছে। বোতলের মুখে এমন একরকমের ক্যাপ বসানো যেটা নির্দিষ্ট সময় পর ফেটে গিয়ে বক্সে বিষাক্ত গ্যাস ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা ৫০%-৫০%। বক্সের ভিতরে একটি বিড়াল রেখে বক্সের মুখ বন্ধ করে দেন। কিছুক্ষণ সময় পর বক্সটি খুললে আপনি দেখবেন হয় বিড়ালটি মারা গেছে অথবা জীবিত আছে। কিন্তু বক্স না খুলে আপনি কোনভাবেই জানতে পারবেননা যে বিড়ালটি বেচে আছে না মরে গেছে।
এভাবে যদি অনেকবার পরীক্ষাটি করেন তাহলে দেখবেন ৫০% সময় বিড়ালটি জীবিত বাকি ৫০% সময় তা মৃত। কিন্তু না দেখে কোনভাবেই নিশ্চিত হওয়া সম্ভব নয় যে বিড়ালটি বেচে আছে না মারা গেছে। ঘটনাটির কোয়ান্টাম মেকানিক্স ব্যাখ্যা হল অবজারভার হিসেবে আপনি ঘটনাটি দেখার আগ পর্যন্ত বিড়ালটি সুপারপজিশনে থাকবে। বিড়ালটি একই সাথে জীবিত এবং মৃত অবস্থায় থাকবে।
অবজারভার হিসেবে আপনার বক্স খুলে দেখা প্রকৃতিতে কোন একটি বেছে নিতে বাধ্য করবে। বক্সটি খোলার পর আপনি প্রকৃতিকে বাধ্য করছেন কোন একটি আউটকাম বেছে নিতে।
আবার বিড়ালের দৃষ্টিকোন থেকে সে দেখবে হয় বোতল থেকে বিষাক্ত গ্যাস বের হচ্ছে অথবা হচ্ছে না , কিন্তু আপনার বক্স খোলা প্রকৃতিকে যেকোনো একটি অপশন বেছে নিতে বাধ্য করবে বলেই আপনি দেখবেন হয় বিড়ালটি মৃত অথবা জীবিত।
অর্থাৎ, বিড়ালের জীবন নির্ভর করছে আপনার দেখার উপর।
এখন কোটি টাকার প্রশ্ন হল আমাদেরকে কে অবজারভ করছে ? যার কারণে আমরা সবসময় একটা আউটকাম-ওয়ালা দুনিয়ায় আটকিয়ে আছি।
নাকি, আসলেই multiverse এর অস্তিত্ব আছে যেখানে আমরা পসিবল সব অপশনই ট্রাই করে দেখি।
সে যাই হোক, কাহিনী হল আজকে এক ফ্রেন্ড এর জন্মদিন। তার জন্য তাড়াহুড়া করে পোস্টটি লেখা।
আমি তাকে উইশ করেছি কি করি নাই সেটা আপনারা কমেন্টে জিগ্যেস করার আগ পর্যন্ত আমি 'একইসাথে তাকে উইশ করেছি এবং করি নাই'। আপনাদের প্রশ্ন এবং আমার উত্তরের পরই প্রকৃতি একটি ঘটে যাওয়া আউটকাম আপনার সামনে উপস্থিত করবে।
'মোটা' দেখ তোর জন্য আধাঘণ্টার নোটিশে পোস্ট লিখছি। :v
HAPPY Birthday ^_^
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫০