নিজের ব্লগের প্রথম লেখা কিভাবে শুরু করতে হবে তা নিরধারণ করা একজন নতুন ব্লগারের পক্ষে সত্যিই ভয়ংকর কঠিন ব্যাপার।
সে যাই হউক, নিজের বিবেকের তাড়নায় সাম্প্রতিক একটি বিষয় নিয়ে নিজের মন্তব্য তুলে ধরার জন্য আজকে লিখতে বসলাম। যে বিষয় নিয়ে আজকে আমি লিখব তা হয়তবা আপনারা শিরোনাম দেখেই অনেকই আঁচ করতে পারছেন।
হম... সাম্প্রতিক সময়ের আলোচিত হত্যাকান্ড, সাংবাদিক দম্পতি সাগর-রুনি কেস।
আমি একই সাথে ব্যথিত এবং আতংকিত। কারণ, যে ভাবে আমাদের দেশের TV ও প্রিন্ট মিডিয় সাংবাদিক ভাই ও বোনেরা (আংশিক) দ্বায়িত্তহীনভাবে সংবাদ প্রচার করেছেন তা সত্যি নিজের বিবেক কে নাড়া দিতে বাধ্য!
ভাবছেন কিভাবে? সবচেয়ে প্রথমেই যে ব্যাপারটি খেয়াল করতে হবে তা হলো সাগর-রুমি দম্পতির একমাত্র সন্তান মেঘ কে নিয়ে মিডিয়ার লোকেদের টানা হেছড়াঁ।
যে কিনা মাত্র ৫ কিংবা সাড়ে ৫ বছরের শিশু, সেই মেঘ কে মিডিয়ার প্রথম প্রশ্ন ছিলঃ
আচ্ছা বাবা তুমি কি দেখেছো?? (ভাবতে পারেন? ঐ রকম একটি সময়ে, যে কিনা মাত্র কয়েক ঘন্টা আগে নিজের জীবনের সবচেয়ে আপন দুটি মানুষকে এত্ত কম বয়শে হারিয়েছে, যেই বয়শে বাবা-মা'র আদর সোহাগ নিয়ে থাকার কথা, এইরকম একটা প্রশ্ন সংবাদিকরা কিভাবে করতে পারলো????)
তোমার বাবা-মাকে কিভাবে খুন করা হল?
খুনি কতজন ছিল, কিভাবে খুন করা হয়েছিল?
খুনিরা তোমাকে কিছু করেছে?
খুনিরা কখন এবং কিভাবে পালিয়ে যায়?
এই ৫ বছরের শিশুকে নানা রকম প্রশ্নবানে বিদ্ধস্থ করে পুরো ঘঠনাটিকে এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে যাতে একটি আবেগঘন অবস্থার সৃষ্ঠি হয়, আর সাংবাদিক ভাই-বোনদের সাংবাদিকতার শ্রেষ্ঠ দিকটি প্রকাশিত হয়!!! মোট কথা সাগর-রুমির হত্যাকান্ডটিকে একটি প্যাকেজ হিসেবে উপস্থাপণ করা হয়েছে!
আপনারা কি জানেন, মেঘকে এখন ছবি আঁকতে দিলে কি আঁকে???
একটি নীরব গ্রাম, যেখানে দুটি লাশ পরে আছে, চারদিকে শুধু রক্ত আর রক্ত!!!
আপনাদের নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন ব্যাপারটি কি সাংবাদিকতার ধারা মোতাবেক হয়েছে কিনা???
এইসব প্রশ্ন করে একটি অবুঝ শিশুকে বারবার ঐ দুঃস্বহ স্মৃতির রমন্থন করানোর ঘৃন্য অপচেস্টা করা হয়েছে এবং সাংবাদিক ভাই ও বোনেরা সত্যিই সফল। এই সফলতার প্রমাণটি ফোঁটে ওঠে মেঘের ছবি আঁকার বিষয়বস্তুটির দিকে দৃষ্টি দিলে!!!
(চলবে...)
হয়তবা আরও গোঁছিয়ে লেখা উচিত ছিলো। পারলাম না, কারণ লেখার পর আমি মানসিক দিক দিয়ে খুব একটা ভালো অবস্থায় নেই।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৮