অনুভুতিকে ভোঁতা করে দাও, তবেই তুমি ভালো থাকবে। চোখ বন্ধ করে যদি একবার ভাবো যে, তুমিও তো রোহিঙ্গা হয়ে জন্ম নিতে পারতে। ভাবতে যেয়ো না। তার চেয়ে এটা বলো যে, ওরা বর্বর নির্মম,অশিক্ষিত আর নোংরা। হিসেব কষে বের করো কতটা পাহাড় তারা খেলো,কতটা জিডিপি গেলো।
আবেগের দরজা বন্ধ করে দাও তবেই তুমি ভালো থাকবে। তোমার যেমন একটা সবুজ গ্রাম আছে,ফসল আছে, স্বজন-পরিজন আছে,আলস্য আছে, উদ্যম আছে- কোন এক রোহিঙ্গার এমন স্মৃতি থাকতে পারে ভেবো না কখনো। এটা বলো যে তারা কখনও গায় না,শুধু ঝগড়া করে আর মারামারি করে।
চোখ বন্ধ করে চলো তবেই তুমি ভালো চলতে পারবে। কখনো বলো না যে ওরাও তোমার মতো বিশ্বের বিরাট আর মহান এক ভাষার উপভাষায় কথা বলে। বলো ওরা কখনও আমাদের ছিলো না, বর্মা যেমন বলে। জরিপ করো বছরে কতজন পয়দা হলো,এইডস-এ আক্রান্ত হলো কতজন। হিসেব করো।
ভুল করেও ভেবো না তুমি রোহিঙ্গা হয়ে জন্ম নিতে পারতে। তুমি ববং বাঙালি। তোমার সভ্যতা আছে, ইতিহাস আছে, রবীন্দ্রনাথ আছে,নজরুল-জীবনানন্দ আছে। তুমি ঠেকুর তোলো যে এতগুলো মিয়ানমারের নাগরিককে স্থান দিয়েছো, ভয়াবহ মানবিক সংকট থেকে তাদের বাচিয়েছো।
কখনো ভেবো না,মধ্যপ্রাচ্যে তোমার ভাইকে তারা মিসকিন বলে। তুমি যে চোখে রোহিঙ্গাকে দেখো, তারাও তোমাকে আমাকে তাই দেখে, তোমার মা-বোন সেখান নিগৃহীত হয় প্রতিনিয়ত। তোমার শান্তি তাতে যাবে। আমেরিকা ইউরোপ তোমাকে কালো বলে,গরীব বলে,জঙ্গি বলে, নোংরা বলে এমন ভাবনা মাথাতে কখনই এনো না।
কখনো ভেবো না তোমার অথবা তোমার মতো পৃথিবীর আর সকল সভ্য আধুনিকের সভ্যতার কারণে,শ্রেষ্ঠতা-আর্যতার কারণে,নীতি-নৈতিকতার উৎসের কারণে, শত দেশের কারণে কোটি রোহিঙ্গা,ফিলিস্তিনি,কুর্দী,ইয়াজিদির আজ দেশ নেই। তুমি ভাবো ওরা ওদের দোষেই মরছে-তবেই তুমি ভালো থাকতে পারবে।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৬