ভালো থাকা এত সহজ নয়।
শরীর, হ্যাঁ, শরীরের কথাই বলছি।
শরীর হচ্ছে প্রথম কথা।
ধরো,তোমার বদহজম হলো আজ।
ফলাফল?
দিন মাটি, চোরা ঢেকুরে চুরি হলো প্রশান্তি।
অথবা, বসন্তে মধুর জ্বর।
আমি জানি, তুমি ভালো নেই এখন।
আমি বেশ জানি যে
তোমার বদহজম, জ্বর কোনটাই নেই আজ।
জ্যামের প্যাঁ-পুতে আটকে আছো।
এটাই আসল কথা।
চিটচিটে বিরক্তি এখন তোমার কাছে।
আমি গুনছি ফুল আর প্রহর।
কষ্টের হাজারো কারন অাছে।
দেশ-জাতি, মহাজাতি নিয়ে
মাথাব্যথা আছে, সমস্যা আছে।
আজ আমার কোনটা নেই।
জলপাই রঙের পাঞ্জাবিতে তাই জুড়েছি মন।
তোমার সাজানো গোছানো চোখ।
তোমার হাত আমার হাতের উপর।
ভ্রুপ্লাক করেছো কেন?
জানো না, কত ভালোবাসি ওই ভ্রুজোড়।
কান্না পাচ্ছে অামার।
কষ্ট পাবে তাই কাদছি না।
কত কষ্ট করে শাড়িটা পড়ে অাছ।
তারপর তোমার দৃষ্টিেত দৃষ্টি রাখি।
অনেক কষ্টে ধরে রাখি ঘোর।
ফুলছড়িঘাট, গাইবান্ধ।
২৩.০২.১৭
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৭