একটা দুইটা করে অনেক চুল পেকে গেলো
বুদ্ধিটা পাকলো আর গম্ভীরতা বাড়লো
অনেক জ্ঞান অার তথ্যে বিশ্বাসটা কমলো।
খুব হাস্যকর প্রশ্ন, তবু ভাবি
কেনো এমন হলো।
বর্ষার গল্প অঘ্রানে করতে নেই
তোমার হাতে শীতের পিঠা আর মিঠেই
আমি কবিতায় তবু কুয়াশায় ঢেকে দেই।
কবিতা কেনো হয় দুঃখের ডিব্বা।
বুঝতে পারি না কিছুতেই।
আমি কবিতার এই রং পাল্টাতে চাই,
প্রানপনে চাই।
টুরসের ময়দান ছেড়ে বাচতে চাই।
ট্রাজেডি এটাই, অথর্ব আমি
ঘুরেফিরে অাবার সেখানেই দাড়াই।
আমি আবারও বন্দনা করি বেদনার।
সেউতির দড়ি ছিড়েছে আমার
গলায় তোমার নেইকো কোন হার
চলে গেছে যে নিকটে কৃষ্ণচূড়ার
যাক না চলে, তাতে কী!
পিছন ফিরে ডেকো না তারে আর।
ফুলছড়িঘাট, গাইবান্ধা।
০৮.১২.১৬
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৩