ছবি গুগলের সৌজন্যে
দাঙ্গাবাজ শকুন !!
© নূর মোহাম্মদ নূরু
ফুল পাখিতে ভরা ছিলো সবুজ এই বাগান,
প্রাণ জুড়াতো শুনে তাদের মিষ্টি মধুর গান।
ময়না টিয়া দোয়েল শ্যামা কত সুরে ডাকে,
মিলে মিশে সবাই হেথায় মনের সুখে থাকে।
লাল পরী আর নীল পরীদের ছিলো আনাগোনা,
আসতো অনেক প্রজাপতি মেলে রঙিন ডানা।
অনেক পাখির কলতানে মুখর যে বাগান,
দিনে দিনে সেই বাগানটি হচ্ছে যে বিরাণ।
শকুন হেথায় ছোবল দিয়ে নিচ্ছে পাখির প্রাণ,
অনেক পাখি যায় পালিয়ে বাঁচাতে তার জান।
দাঙ্গাবাজ শকুনের পাল্লায় পড়ে ভাগ্য দোষে,
বাগান ছেড়ে পালিয়ে যাচ্ছে যারা ছিলো বশে।
চাঁদের দেশের চাঁদ কুমারকে মারছে বহু আগে,
এখনো তার বিরহ ব্যথায় অনেকে রাত জাগে।
সোনার টোপর মাথায় দিয়ে ছিলো সোনার টিয়া
শকুনির দল তাকেও জানি রাখছে কোথায় নিয়া!
শকুনিদের তাড়া খেয়ে মিষ্টি গানের পাখি,
আড়ালেতে ডুকরে কেঁদে ভিজায় দুটি আঁখি।
সময় আছে শকুন তাড়াও পাখিরা হও জোট,
ভোঁতা করো সাহস নিয়ে তাদের নষ্ট ঠোট।
তাড়া খেয়ে দূরে যাবে শকুনিদের পাল,
তা না হলে ছিড়ে খাবে মিষ্টি পাখির ছাল।
আসবে সুদিন শকুন যেদিন বিতাড়িত হবে,
ফুলে ভরা সবুজ বাগান তবেই ফিরে পাবে।
প্রকাশকালঃ ঢাকা-০৬ আগষ্ট ২০২২ ইং
উৎসর্গঃ মডেল হান্টার গোফরান ভাইকে