ভণ্ড পীর !!
© নূর মোহাম্মদ নূরু
ভণ্ডরা সব পীর সাজিছে পীর কভু নয় ভণ্ড
কি যে এক প্যাচ লাগিলো ঘুরছে মাথা মুণ্ড!
খাটি গরুর দুধ পাওয়া যায় দুধতো পাইনা খাটি,
আসল নকল বাছতে বাছতে জীবন হলো মাটি।
পীরকে যদি ভণ্ড বলি, ভণ্ড নিবে মজা
খাটি পীরকে ভণ্ড বলার পেতে হবে সাজা।
আসল নকল চেনার মতো জ্ঞান গরিমা নাই
সঠিক পথে চলতে গিয়া শুধুই হোচট খাই।
লাল শালুর নিচে দেখি চোখ বোজা হুজুর
লেবাস দেখে ভাবি মনে এইতো আসল পীর।
ভক্তি ভরে নিয়ে ঘরে পদ সেবা করি
ঘৃত মধু খাওয়াই তারে মাণ্ডা থালা ভরি।
আসল নকল চেনার মতো জ্ঞান গরিমা নাই
সঠিক পথে চলতে গিয়া শুধুই হোচট খাই।
লেবাস দেখে ভাবি মনে এইতো আসল পীর,
ঘৃত মধু খাওয়াই তারে দেই যে পাতে ক্ষীর।
খেয়ে দেয়ে ঢেকুর তোলে নজরাণা চায় গাড়ি,
গভীর রাতে তারই সেবায় দিতে হবে নারী!
এমনি তরো হাজার বায়না করে ভণ্ড পীর
লাল শালুর শামিয়ানায় মানুষ করে ভীড়।
পীরের বেশে অনেক ভণ্ড আশে পাশে আছে
লেবাস দেখে ভুল করোও যেওনা তার কাছে।
মগজ তোমার তুলে নিয়ে ভরে দেবে গোবর
ভণ্ড পীরের কথাই তখন কাটবে শুধু জাবর।
ভণ্ড কে যে আসল নকল বোঝা বড়ই দায়
ডুববে তরী মাঝ নদীতে উঠলে ভণ্ডের নায়।
ভণ্ড পীরের কথা মতো ভুল পথে কেউ গেলে
পড়বে ধরা র্যাবের হাতে পঁচতে হবে জেলে।
আসল পীরে সকল সময় সত্য কথা বলে
বিপদে পড়িবেনা কেউ তাদের সাথে চলে।
আসল পীরে তরাই নিবে ঝড় তুফানের কালে
কি জানি কি আছে লেখা এই অধমের ভালে।
প্রকাশকালঃ ঢাকা-১৪ জুন ২০২২ ইং
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০২২ দুপুর ২:২২